ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৫, ১ জুলাই ২০১৫

নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দারুণ চিন্তিত। কারণ ওই সিরিজ শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে বাংলাদেশের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ শেষ হয়ে যেতে পারে। জিম্বাবুইয়ের প্রস্তাবে সাড়া দেয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় এ আসরে অপর দল পাকিস্তান। বর্তমানে বাংলাদেশ ৭ নম্বরে অবস্থান করছে। তাই ত্রিদেশীয় সিরিজ নিয়ে খুব চিন্তার কিছু নেই বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের দাবি নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ। মঙ্গলবার বিসিবিতে এমন দাবি করেন তিনি। দুই সিরিজ মিলিয়ে দুটি ম্যাচ জিতলেই হবে। বাংলাদেশ দল ভারতের বিপক্ষেই সেটা করে ফেলেছে। কিন্তু ত্রিদেশীয় সিরিজটাই চিন্তায় ফেলে দিয়েছে। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি মনে করি বর্তমান দৃশ্যপট অনুসারে যে কোন দলের উঠে আসার সুযোগটা খুবই কম। কারণ আমরা সাত নম্বরে। বড় কিছু না ঘটলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আশাবাদী। আপনারা জানেন যে এই মুহূর্তে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ র‌্যাঙ্কিংয়ে আমাদের নিচে। এক্ষেত্রে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হলে সেটার একটা প্রভাব পড়বে আমাদের র‌্যাঙ্কিংয়ে। কিন্তু ৭ ও ৮ র‌্যাঙ্কিংয়ের মধ্যে পয়েন্টের পার্থক্য পাঁচ। এ কারণেই আমরা মনে করছি সুযোগটা তাদের কম।’ আইসিসির র‌্যাঙ্কিং সিস্টেমে নিচু র‌্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেললে খুব বেশি পয়েন্ট বাড়ে না র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলের। সে জন্য ৯ নম্বরে থাকা পাকিস্তানকে সব ম্যাচই জিততে হবে। কিন্তু বাংলাদেশ খেলবে নিজেদের চেয়ে উপরের র‌্যাঙ্কিংয়ে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলব যারা আমাদের ওপরে। আমরা অনানুষ্ঠানিকভাবে পরিসংখ্যানবিদের সঙ্গে বসেছিলাম। যদি পাকিস্তান সব ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে মনে হয় আমাদের যে পয়েন্ট আছে সেটা নিয়ে চিন্তার বিষয় তৈরি হবে।’ বাংলাদেশকে হটাতে এটি পাক-ক্যারিবীয় বোর্ডের ষড়যন্ত্র আছে কি না সেটাও একটা বিষয়। আর বাংলাদেশ দলের বেশি ম্যাচ না খেলার বিষয়টিও আছে এখানে। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমরা সব সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। সর্ব পর্যায়ের সঙ্গেই আমরা সম্পর্কটা ভাল করতে পারি।’ গেইল ঝড় এবার সেন্ট লুসিয়ায় স্পোর্টস রিপোর্টার ॥ গেইল মানে বিনোদেন, চার-ছক্কার আনন্দ। স্বল্পদৈর্ঘীয় ক্রিকেটের ভয়ঙ্কর ব্যাটসম্যানের প্রতিমূর্ত উইন্ডিজ ব্যাটিং দানব। সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) কাল আরও একবার ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। ভাগ্যিস লক্ষ্যটা ছিল ১১৯ রানের, নইলে কি যে হতো! আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রানে থেমে যায় প্রতিপক্ষ ড্যারেন সামির সেন্ট লুসিয়া জুকস। জবাবে কোন উইকেট না হারিয়ে ১০ ওভারেই জয় তুলে নেয় জ্যামাইকা তালাওয়াশ। সেনাপতি গেইল কত রানে অপরাজিত থাকেন জানেন? ৩৬ বলে মাত্র ৯০। ৬ চারের বিপরীতে ছক্কা ৯, স্ট্রাইক রেট ২৫০। অপর প্রান্তে সঙ্গী চ্যাডউইক ওয়ালটন তখন ২৫ বলে ২৫! গেইল একপ্রান্তে এভাবে চালালে অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যানের দর্শক হয়ে যাওয়া ছাড়া আর কি-ই বা করার থাকে? সেন্ট লুসিয়ার গ্যালারিতে রীতিমতো ছক্কার বন্যা বইয়ে দেন ৩৫ বছর বয়সী জ্যামাইকান।
×