ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে হামলাকারীকে গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৭:০৮, ৩০ জুন ২০১৫

যশোরে হামলাকারীকে গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে ৪ জুলাইয়ের মধ্যে হামলাকারীদের আটক করার দাবি জানিয়ে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, ৫ জুলাই সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে অভয়নগর থানা ঘেরাও। নওয়াপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। ব্রাহ্মণবাড়িয়ায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, শহরের কান্দিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী সালাউদ্দিনের (সালাল) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে শহরের কান্দিপাড়া থেকে কালো পতাকা নিয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে। সমাজ সেবক জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, খলিল মিয়া, মাসুক মিয়া, আলী আজম, নজরুল ইসলাম, নবী হোসেন প্রমুখ। ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মেঘনা পাড়ে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শত শত নারী-পুরুষ। সোমবার জেলার গজারিয়া উপজেলার ইসমানিচর গ্রামের মেঘনা নদীর পাড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে গ্রামটির সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনকারীরা জানান, বিগত ১২-১৫ বছর ধরে ভাঙছে মেঘনা নদী। এই ভাঙ্গনের কবলে পড়ে চরম ঝুঁকিতে আছে এ গ্রামের প্রায় ১ থেকে দেড় হাজার পরিবার। আরডিপির কাছে ঘরভাড়া বকেয়া ৫০ হাজার টাকা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ জুন ॥ বাউফল থেকে জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান আরডিপি লাপাত্তা হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন এক ঘরমালিক। আরডিপির কাছে চলতি মাস নিয়ে তার ৬মাসের প্রায় ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে। গত জানুয়ারি মাস থেকে এ টাকা বকেয়া পরে। বাউফল পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় জনৈক ছায়েদ আলী নামের এক ব্যক্তির সৌদিয়া মার্কেটে ঘরভাড়া নিয়ে আরডিপি তাদের কার্যক্রম শুরু করে। গত জানুয়ারি মাসে ঘর মালিককে কোন কিছু না বলেই ঘরের দরজায় এবং কলাপসিবল গেটে তালা মেরে কর্মকর্তা কর্মচারীরা লাপাত্তা হয়ে যান। ঘর মলিক ছায়েদ আলী জানান, আরডিপির চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে।
×