ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাশেজ- আসছে সেজিং!

প্রকাশিত: ০৬:৩২, ৩০ জুন ২০১৫

এ্যাশেজ- আসছে সেজিং!

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যের এ্যাশেজ এক সপ্তাহের বেশি সময় বাকি। এরই মধ্যে উত্তাপ শুরু হয়ে গেল। এবারও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে স্ব-মহিমায় হাজির হবে সেøজিং (আক্রমণাত্মক বক্তব্য ও বাজে মন্তব্য), এমন ইঙ্গিত দিয়ে ‘মাইন্ড গেমের’ জন্য স্বাগতিক ইংলিশ ক্রিকেটারদের প্রস্তুত থাকার পরামর্শ দিলেন গ্রেট শেন ওয়ার্ন। ‘মাইকেল ক্লার্ক আর ওর দল যেভাবে গত এ্যাশেজে খেলেছে, যা যা ঘটেছে, তা এবারও ফিরে আসবে।’ নিজের কলামে লিখেছেন অসি লেগস্পিনার। ‘এ্যান্ডারসন তোমার হাতটা ভাঙ্গার জন্য তৈরি থেক- এমন বয়ানে গতবার তোলপাড় ফেলেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। কয়েকদিন আগে এ্যান্ডারসন তার টুইটারে লেখেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড টেস্ট সিরিজটা যে স্পিরিটে খেলেছে, এ্যাশেজেও তা চাই না।’ তাতে ওয়ার্নের পাল্টা, ‘তুমি কি সত্যিই জিমি? এটা এ্যাশেজ, শর্ট বলে ব্রডের দুর্বলতার কথা কারও জানতে বাকি নেই!’ মাঠে ব্যাট-বলের লাড়াইর পাশাপাশি অসিরা যে তীব্র মাত্রায় সেøজিংও চালাবে, তা নিয়ে আগে থেকেই সতর্ক স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেস তারকার মন্তব্য, ‘আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ওরা অতিআক্রমণাত্মক হয়ে মাঠে নামবে। তবে আমি মনে করি না, এ্যাশেজ জয়ের জন্য আমাদের পাল্টা সেøজিংয়ের প্রয়োজন আছে।’ নতুন কোচ হিসেবে অসি ট্রেভর বেইলিসকে বেছে নেয়া ইংলিশদের মানসিকভাবে এগিয়ে রাখবে বলেও মনে করেন ব্রড।
×