ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে সংসদ ও আইপিইউ

প্রকাশিত: ০৬:১৪, ৩০ জুন ২০১৫

শিশু স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে সংসদ ও আইপিইউ

সংসদ রিপোর্টার ॥ নবজাতক পরিচর্চা ও শিশু স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। এবিষয়ে জাতীয় সংসদ ভবনে সোমবার দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাতীয় সংসদের পক্ষে সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও আইপিইউ’র পক্ষে সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় সংসদের শপথকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও আইপিইউ’র এ্যাডভাইসরি গ্রুপ অন এইচআইভি/ এইডস এ্যান্ড এমএনসি’র সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি। প্রধান অতিথির বক্তৃতায় স্পীকার বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে একটি রোল মডেল। নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যু হার ও মাতৃমৃত্যু হার হ্রাস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করেছে বাংলাদেশ। মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোনের সঙ্গে রবি’র বান্ডেল ক্যাম্পেন রবি আজিয়াটা লিমিটেড মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন নিয়ে শুরু করেছে এক্সক্লুসিভ স্মার্টফোন বান্ডেল ক্যাম্পেন। আধুনিক ফিচার এবং গ্রাহকদের কাছে মাইক্রোসফট লুমিয়ার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে এই ক্যাম্পেইনের আয়োজন করেছে রবি। বান্ডেল অফারের মাধ্যমে গ্রাহকরা রবি’র ৩.৫ জি নেটওয়ার্কে ইন্টারনেটের বিশাল জগত উন্মোচন, অ্যাপস ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে পারবেন। গ্রাহকদের কথা বলা, ইন্টারনেট ব্রাউজিং, ডাউনলোড করা এবং স্মার্টফোনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রবি-মাইক্রোসফট লুমিয়া বান্ডেল অফারটি সম্প্রতি চালু করা হয়েছে। -বিজ্ঞপ্তি এয়ারটেল ও সীগালের মধ্যে চুক্তি স্বাক্ষর বিশেষ ছাড় সুবিধা এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং সীগাল হোটেল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স¦াক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সীগাল হোটেল লিমিটেডে রুম ভাড়া, খাবার, জিমনেসিয়াম, পুল, বিলিয়ার্ডসহ অন্যান্য খেলাধুলায় হাই ভ্যালুড কাস্টমার, এয়ারটেল ফেভারিটসের সদস্যগণ এবং এয়ারটেলের কর্মকর্তারা বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেলের এ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার মোসাদ্দেক হোসেন খান, সিএইচআরও নূর মোহাম্মদ এবং সীগালের সিনিয়র ম্যানেজার অব সেলস এ্যান্ড মার্কেটিং মোঃ জসিম উদ্দিন, ফুড এ্যান্ড বেভারেজ ম্যানেজার মোঃ হাশিম, সেলস এ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ আশিকুর রহমান ও সেলস এ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোঃ নূর মেহেদি মান্না। -বিজ্ঞপ্তি
×