ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃক্ষমেলায় চালতা

প্রকাশিত: ০৬:১১, ৩০ জুন ২০১৫

বৃক্ষমেলায় চালতা

চালতা বর্ষার ফল। আকার, আকৃতি ও স্বাদগত বৈশিষ্ট্যের কারণে এর রয়েছে ভিন্নতা। আম, জাম, কাঁঠাল প্রভৃতি ফলের মতো এই ফলটির চাহিদা ব্যাপক না হলেও, আচারের জন্য এর যথেষ্ট চাহিদা রয়েছে। কাঁচা ও শুকনো উভয় ধরনের চালতার আচার লোভনীয় খাবার বটে। জাতীয় বৃক্ষমেলায় অন্যান্য ফলের সঙ্গে চালতার উপস্থিতি লক্ষ্য করা যায়। সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×