ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় পুলিশ ছিনতাইকারী বন্দুকযুদ্ধ ॥ আটক এক

প্রকাশিত: ০৫:২৯, ২৯ জুন ২০১৫

সাতক্ষীরায় পুলিশ ছিনতাইকারী বন্দুকযুদ্ধ ॥ আটক এক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলার দেবহাটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন নামে মোটরসাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার রাত সোয়া ৩টার দিকে দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার উজিরপুরের আব্দুল মজিদ সরদারের ছেলে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই জাকারিয়ার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের টহল দল পূর্ব কুলিয়া খালপাড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ একটি মোটরসাইকেল থামানোর সঙ্কেত দিলে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ১০-১২ মিনিট গোলাগুলির একপর্যায়ে ছিনতাইকারী দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা, দুটি লোহার রড়, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও একটি ছিনতাইকৃত প্লাটিনাম ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।
×