ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেনের ৯ শতাংশই অলিম্পিক এক্সেসরিজের

প্রকাশিত: ০৭:০৮, ২৮ জুন ২০১৫

লেনদেনের ৯ শতাংশই অলিম্পিক এক্সেসরিজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লেনদেনের প্রথম দিনেই ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে, যা ডিএসইতে মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ। দিনটিতে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, অলিম্পিক এক্সেসরিজের ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ১০ পয়সা দরে। কোম্পানি লেনদেন শুরু করে ৩৫ টাকা দরে। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩৯ টাকা ১০ পয়সা বা ৩৯১ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সিএসইতে শেয়ারটির দর বেড়েছে ৩৮ টাকা ১০ পয়সা বা ৩৮১ শতাংশ। প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ আগস্ট ১০টায় পুলিশ কনভেনশন হল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে প্রাইম ইসলামী লাইফ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস এবং ১০ শতাংশ ক্যাশসহ মোট ২৫ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল।
×