ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল পৌরসভার বেহাল দশা

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ জুন ২০১৫

টাঙ্গাইল পৌরসভার  বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ১২৮ বছরের পুরনো টাঙ্গাইল পৌরসভা। রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনা, জলাবদ্ধতা ও তীব্র যানজটে নাকাল প্রথম শ্রেণীর এ পৌরসভার সোয়া এক লাখ মানুষ। তাই কষ্টে থাকা টাঙ্গাইল পৌরবাসী আগামী ডিসেম্বর মাসে ভোটের দিকে তাকিয়ে আছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর মাসে পৌরসভার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। টাঙ্গাইল শহরের সড়কগুলোর করুণ চিত্র দীর্ঘদিনের। শহরের প্রধান ও ব্যস্ততম সড়কগুলো ছাড়াও কলেজপাড়া, স্ট্যান্ড রোড, বেড়াডোমা, আদালতপাড়া, পাড়দিঘুলিয়া, আকুরটাকুর পাড়া, জেলা সদর রোড, মিয়াপাড়া, সাহাপাড়া, থানাপাড়া, জেলা সদরসহ পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় সব সড়ক ও অলিগলিই চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।
×