ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোলিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে ভারত এগিয়ে

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ জুন ২০১৫

বোলিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে ভারত এগিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশ দলের জন্য অনেক অর্জনের। দলগতভাবে সেসব অর্জন হয়ে গেছে টাইগারদের। কারণ দলের ক্রিকেটাররা দারুণ ফর্মে আছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের দাপটের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। বিশেষ করে তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান নিজের অভিষেক সিরিজেই ত্রাসোদ্দীপক বোলিং করে আতঙ্ক ছড়িয়েছেন বিশ্বের অন্যতম ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতীয় শিবিরে। তিন ম্যাচে তিনি শিকার করেছেন ১৩ উইকেট (৫+৬+২)। তিন ম্যাচের কোন ক্রিকেট সিরিজে ওয়ানডে ইতিহাসে এমন নৈপুণ্য নেই আর কোন বোলারের। যদিও অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে তিন ম্যাচ খেলে সমান ১৩ উইকেট নিয়েছিলেন। ভারতের বিপক্ষে ৩ ম্যাচেই ১৩ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মুস্তাফিজ। এ সিরিজে উইকেট শিকারে আর কোন বোলারই ধারে কাছে নেই মুস্তাফিজের। আর সে কারণে সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন তিনিই। প্রথম দুই ম্যাচে মুস্তাফিজের কারণে ব্যাটসম্যানদের খুব বেশি ভাবতে হয়নি তাদের ব্যাটিং নিয়ে। তবে শেষ ম্যাচে ব্যাটসম্যানদের পরীক্ষায় পড়তে হয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সে পরীক্ষায় সফল হতে পারেননি। বড় কোন ইনিংস খেলতে পারেনি। সিরিজ হারলেও এবং মুস্তাফিজের বোলিং তোপে খেই হারিয়ে ফেললেও ব্যাটিং নৈপুণ্যে ভারতীয় ব্যাটসম্যানরাই এগিয়ে। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান সর্বাধিক ১৫৮ রান করেছেন দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে। বোলারদের দাপটে তিন ম্যাচে উভয়দলের কোন ব্যাটসম্যান শতক হাঁকাতে পারেননি। বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে সেরা সৌম্য সরকার আছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তিনি ১২৮ রান করেছেন। এ সিরিজে আবারও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে গেছেন সাকিব আল হাসান। তিনি ব্যাট হাতে সেরা তিনে থাকলেও বল হাতে নেই সেরা পাঁচে। ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে তিনি।
×