ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপাল পুনর্গঠনে একশ’ কোটি ডলার দেবে ভারত

প্রকাশিত: ০৪:৩২, ২৬ জুন ২০১৫

নেপাল পুনর্গঠনে একশ’ কোটি ডলার দেবে ভারত

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অবকাঠামো ও ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণে ১০০ কোটি ডলার ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক দাতাদের এক বৈঠকে ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ ঘোষণা দেন। নেপাল পুনর্গঠন বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে সুষমা বলেন, ‘নেপাল নিঃসঙ্গ নয়। আপনাদের সঙ্গে একশ পঁচিশ কোটি ভারতবাসী ও ভারত সরকার সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আজ আপনাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি।’ এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে নেপালকে সহায়তা করার জন্য ভারত যে পদক্ষেপ নিয়েছে তার উল্লেখ করে সুষমা বলেন, ‘প্রায় ৪০০ বিলিয়ন রুপির মৈত্রী অভিযান এ পর্যন্ত বিদেশে চালানো আমাদের বৃহত্তম দুর্যোগ সহায়তা।’ ‘ধ্বংসযজ্ঞের স্তূপ থেকে শক্তিশালী, একতাবদ্ধ ও আরও আত্মবিশ্বাসী একটি নেপাল ফের জেগে উঠবে,’ বলেন তিনি। জাতির পুনর্গঠনের জন্য নেপালের উদ্যোগের প্রশংসা করে সুষমা বলেন, নেপালের প্রাক্কলিত ছয় দশমিক সাত বিলিয়ন ডলার তোলা একটি চ্যালেঞ্জিং বিষয় হবে। -ওয়েবসাইট অপহৃত শিশু ক্রয় করলে চীনা দম্পতিদের শাস্তি হবে চীনের প্রস্তাবিত আইনানুযায়ী যেসব দম্পতি অপহৃত শিশু ক্রয় করবে, তাদের ফৌজদারি শাস্তির সম্মুখীন হতে হবে। পূর্ববর্তী আইনে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান ছিল না। চীনের ক্রমবর্ধমান শিশু পাচার শিল্পকে কঠোর হাতে দমন করতেই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। চীনা গণমাধ্যমগুলো বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে। চায়না ডেইলি বলেছে, চীনে গত বছর ১৩ হাজারের বেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। চীনের এক সন্তান নীতি এবং কিছু দম্পতির ছেলে সন্তানকে প্রাধান্য দেয়ায় শিশু অপহরণের ঘটনা বেড়ে গিয়েছে। সাম্প্রতিক আইনে নির্দিষ্ট ক্ষেত্রে মৃত্যুদ-সহ শিশু পাচারকারীদের কঠোর শাস্তি যোগ হয়েছে। অপহৃত শিশুদের ক্রেতাদের সর্বোচ্চ তিন বছরের কারাদ- হতে পারে। তবে যদি তারা শিশুদের নির্যাতন না করে এবং উদ্ধারের সময় বাধা না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে না। -এএফপি
×