ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ জুন ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

বিষয়: ভ’গোল ও পরিবেশ (পূর্ব প্রকাশের পর) ১৫। মেরু প্রদেশীয় অক্ষাংশসমূহকে কী বলে? ক) দ্রাঘিমাংশ খ) দক্ষিণ অক্ষাংশ গ) নিম্ন অক্ষাংশ ঘ) উচ্চ অক্ষাংশ ১৬। ঘূর্ণিবাতের ফলে আকস্মিক ঝড়ের সঙ্গে কী হয়? ক) তুষারপাত হয় খ) প্রচুর বৃষ্টিপাত হয় গ) শিলাবৃষ্টি হয় ঘ) বরফ পড়তে থাকে ১৭। কোথায় শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়? ক) পর্বতের ওপরে খ) বৃষ্টিচ্ছটায় অঞ্চলে গ) প্রতিবাত পার্শ্বে ঘ) অনুবাদ পার্শ্বে ১৮। মরা কটালে সূর্যের আকর্ষণের জন্য এর জোয়ারের বেগ র) তত প্রবল হয় না রর) প্রবল হয় ররর) খুবই প্রবল হয় নিচের কোনটি সঠিক ক) ও খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১৯। বাংলাদেশের একমাত্র গন্ধকের খনি কোথায় অবস্থিত? ক) চাঁদপুর খ) কুতুবদিয়া গ) রাঙামাটি ঘ) সিলেট ২০। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং গম বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হলে গম কোন সময়ের ফসল? ক) গ্রীষ্মকালীন খ) বর্ষাকালীন গ) শীতকালীন ঘ) শরৎকালীন ২১। বাংলাদেশ কেন দুর্যোগপ্রবণ দেশ? ক) ভৌগোলিক অবস্থিতি খ) অধিক নদ-নদী গ) গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘ) প্রযুক্তিগত জ্ঞানের অভাব ২২। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে কী করা সম্ভব? ক) ত্রাণ দেওয়া খ) দুর্যোগ মোকাবেলা গ) দুর্যোগের পরিমাণ কমানো ঘ) কোনটি নয় ২৩। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর কাজের মধ্যে কোনটি দুর্যোগের পূর্বেই সমাপ্ত করতে হয়? র) গণসচেতনতা বৃদ্ধি ররর) দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন ররর) সাড়া দান নিচের কোনটি সঠিক ক) ও খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ১৭। গ ১৮। ক ১৯। খ ২০। গ ২১। ক ২২। খ ২৩। খ।
×