ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে ফুটবল টার্ফ

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ জুন ২০১৫

ঢাকায় পৌঁছেছে ফুটবল টার্ফ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠে টার্ফ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক নাটকীয়তার পর চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে শুল্ক বিভাগ বিনা শুল্কেই টার্ফ ছাড়তে সম্মত হয়েছে। মঙ্গলবার সড়কপথে টার্ফ চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছায়। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি আবু নাইম সোহাগ বলেন, ‘এই টার্ফ স্থাপনের অগ্রগতি পর্যবেক্ষণে আগামী ১ আগস্ট ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সুইস প্রতিনিধি মার্কাস কেলার। ওই দিনই তিনি চলে যাবেন।’ সোহাগ আরও জানান, প্রায় পাঁচ লাখ ডলার মূল্যমানের টার্ফের চালানের প্রথম অংশ এসেছে। বাকি অংশ আগামী তিন-চার দিনের মধ্যে আসার কথা। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসাতে ৩৫ থেকে ৪৫ দিনের মতো সময় লাগতে পারে। উল্লেখ্য, টার্ফ পরিদর্শন বিষয়ে সফরে আগে গত মের শেষ সপ্তাহেও ঢাকা সফরে এসেছিলেন কেলার। কমলাপুর স্টেডিয়ামে মাঠের পুরো অংশে কৃত্রিম ঘাসের মাঠ বসাতে ফিফার ব্যয় হবে প্রায় ৮ লাখ ডলার। এই টার্ফ স্থাপনের দায়িত্ব পালন করছে ভারতীয় কোম্পানি গ্রেট স্পোর্টস ইনফ্রা প্রাইভেট লিমিটেড। গোল প্রজেক্টের আওতায় কমলাপুর ফুটবল স্টেডিয়ামের জন্য দুই বছর আগে এ্যাস্ট্রো টার্ফ দিয়েছিল ফিফা। এনএসসির খামখেয়ালিপনা, অসহযোগিতা আর গোয়াতুর্মিতে কমলাপুরের স্টেডিয়ামটি পাচ্ছিল না বাফুফে। সেই সঙ্গে ফিফার টার্ফ স্থাপনও হয়ে পড়েছিল অনিশ্চয়তায়। টার্ফ বসাতে ফিফার দেয়া শর্তের অন্যতম ২০ বছরের জন্য স্টেডিয়ামের মালিকানা থাকতে হবে। অনেক ঝামেলার পর শেষ পর্যন্ত মালিকানা পেয়েছে বাফুফে। তবে সেটা ১০ বছরের জন্য।
×