ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম কোয়ার্টারে মুখোমুখি চিলি- উরুগুয়ে

প্রকাশিত: ০৭:৩৪, ২৪ জুন ২০১৫

প্রথম কোয়ার্টারে মুখোমুখি চিলি-  উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনালে খেলার অভিন্ন স্বপ্ন নিয়ে কোপা আমেরিকা ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় স্বাগতিক চিলি ও বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। চিলির রাজধানী সান্টিয়াগোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে। গ্রুপ ‘এ’ থেকে অপরাজিত থেকে শেষ আটে উঠে এসেছে চিলি। দলটি এবার ঘরের মাঠে শিরোপার লক্ষ্য নিয়ে মিশন শুরু করেছে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চিলি। গ্রুপের শেষ ম্যাচে এ্যালেক্সিস সানচেজ, ভিদালরা ৫-০ গোলে উড়িয়ে দেয় বলিভিয়াকে। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। অপরাজেয় এই যাত্রা শেষ আটেও ধরে রাখতে চায় চিলি। অন্যদিকে চ্যাম্পিয়ন উরুগুয়ে ভাগ্যক্রমে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ‘বি’ গ্রুপে তারা প্রথম দুই দলের একটি হতে পারেনি। এরপরও তৃতীয় হয়ে নকআউট পর্বে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারানো উরুগুয়ে দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হার মানে আর্জেন্টিনার কাছে। শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে প্যারাগুয়ের সঙ্গে। দুর্দান্ত ছন্দ ও স্বাগতিকের সুবিধা নিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বুনছে চিলি। তবে কাজটা যে সহজ হবে না সেটা পরিসংখ্যানই জানান দিচ্ছে। এ পর্যন্ত উরুগুয়ে ও চিলি মুখোমুখি হয়েছে ৭৬ বার। এর মধ্যে উরুগুয়ের জয় ৪২ ম্যাচে, আর চিলির ১৬ ম্যাচে। বাকি ১৮ ম্যাচ ড্র হয়। কোপা আমেরিকাতেও অনেক এগিয়ে উরুগুয়ে। ২৮ বারের মুখোমুখিতে উরুগুয়ের ১৮ জয়ের বিপরীতে চিলির জয় ৬টিতে। বাকি চার ম্যাচ ড্র হয়। সর্বশেষ কোপাতেও দু’দল মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের ওই লড়াই অমীমাংসিত ছিল ১-১ গোলে। চিলির কোচ সামপাওলি শেষ আটের লড়াই প্রসঙ্গে বলেছেন, আমরা সেরা সাফল্যের লক্ষ্যেই খেলছি। গ্রুপ পর্বে দল ভাল খেলেছে। তবে নকআউট পর্বের লড়াই ভিন্ন। এখানে যে কোন দলই জেতার ক্ষমতা রাখে। উরুগুয়ে অনেক বড় ও ভাল দল এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান চ্যাম্পিয়নই শুধু নয়, সবচেয়ে সফলও। তাদের হারানো সহজ হবে না। তবে আমরা এসব নিয়ে ভীত নই। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলেন, গ্রুপ পর্বে আমরা স্বাভাবিক খেলা খেলতে পারিনি। আমাদের ভাগ্য ভাল যে কোয়ার্টারে এসেছি। এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। আমরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলছি। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার পর কোপার অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে গ্রুপ পর্বের সেরা একাদশ। সেরা একাদশে নেতৃত্ব আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। স্ট্রাইকিং পজিশনে আরেক আর্জেন্টাইন সার্জিও এ্যাগুয়েরো থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হয়েছেন আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা চিলি মিডফিল্ডার আর্টুরো ভিদাল। তিন গোল করে শীর্ষে থাকা ভিদাল গ্রুপ পর্ব চলাকালীন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটালে পুলিশ তাকে আটক করেন। সেরা একাদশে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। লালকার্ড দেখে বহিষ্কার হওয়ার পর টুর্নামেন্টও শেষ হয়ে গেছে বার্সিলোনা তারকার। সেরা একাদশে আরও আছেন কলম্বিয়ার মিডফিল্ডার কার্লোস এ্যালেক্সিস সানচেজ, পেরুর মিডফিল্ডার কার্লোস লোবাটন। ব্রাজিলের একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। গ্রুপ পর্বের সেরা একাদশে আধিপত্য দেখা গেছে চিলির। স্বাগতিক দেশটির চার ফুটবলার সুযোগ পেয়েছেন। ভিদাল ছাড়াও আছেন গ্যারি মেডেল। গোলরক্ষক হিসেবে আছেন বার্সা তারকা ক্লাডিও ব্রাভো ও চার্লেস আরাংগুয়েজ। এছাড়া আছেন উরুগুয়ের জোশে গিজম্যান ও প্যারাগুয়ের লুকাস ব্যারিওস।
×