ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই র‌্যাব সদস্য আহত

গাজীপুরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মামুন নিহত

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ জুন ২০১৫

গাজীপুরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মামুন নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ জুন ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী মামুন আহমেদ (৩০) নিহত হয়েছে। এ সময় র‌্যাব-১ এর দু’সদস্যও আহত হয়েছেন। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দু’রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলির খোসাসহ দু’টি রামদা’ জব্দ করেছে। নিহত মামুন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। মামুন দু’বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। সে স্থানীয় যুবদলের কর্মী। একটি অস্ত্র মামলায় গ্রেফতারের পর সম্প্রতি সে জামিনে কারাগার থেকে মুক্তি পায়। র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল-টঙ্গী এলাকায় র‌্যাব-১ এর একটি দল সোমবার রাতে টহল দিচ্ছিল। মঙ্গলবার ভোররাতে র‌্যাবের দলটি জয়দেবপুরের হায়দরাবাদ এলাকায় পৌঁছলে কয়েকব্যক্তি গাড়িটি থামার জন্য সংকেত দেয়। সংকেত দেখে র‌্যাব সদস্যদের গাড়ির গতি কমালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কতিপয় সন্ত্রাসী র‌্যাবের মাইক্রোবাসটিকে ঘিরে ফেলে। এ সময় র‌্যাবের অপর একটি টহল পিকআপ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে দু’পক্ষের মাঝে গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দু’সদস্য আহত হয়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দু’রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলির খোসা ও দু’টি রামদা’সহ গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে।
×