ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

প্রকাশিত: ০৪:২৫, ২৪ জুন ২০১৫

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানী দূতাবাসের সামনে সোমবার জাপানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এদিন বলেন যে, ইতিহাস এবং সীমান্ত নিয়ে কিছু বিরোধ সত্ত্বেও দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। -এএফপি ‘আম্মা’র বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের কর্নাটক হাইকোর্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে সুপ্রীমো জয়ললিতাকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মঙ্গলবার সুপ্রীম কোর্টে একটি আবেদন জমা দিয়েছে কর্নাটক সরকার। আবেদনে তারা জয়ললিতার বেকসুর খালাসকে বেআইনী এবং হাইকোর্টের রায়কে ‘প্রহসন’ বলে উল্লেখ করেছে। হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতাকে চার বছর কারাবাসের সাজা শোনায় বেঙ্গালুরুর বিশেষ আদালত। -ওয়েবসাইটের।
×