ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুইন্স ক্লাব শিরোপা মারের শোকেসে

অষ্টম-স্বর্গে রজার ফেদেরার

প্রকাশিত: ০৭:১১, ২৩ জুন ২০১৫

অষ্টম-স্বর্গে রজার ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বল্ডনের প্রস্তুতি মঞ্চে নিজেকে দারুণভাবেই মেলে ধরলেন রজার ফেদেরার। দশমবার হ্যালে ওপেনের ফাইনালে পৌঁছে অষ্টমবার শিরোপা নিজের শোকেসে তুললেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। রবিবার হ্যালে ঘাসের কোর্টে ইতালির আন্দ্রে সেপ্পিকে সরাসরি সেটে পরাজিত করে অসামান্য এই কীর্তি গড়েন তিনি। পুরুষ এককের ফাইনালে ফেড এক্সপ্রেস ৭-৬ (৭/১) এবং ৬-৪ গেমে পরাজিত করেন সেপ্পিকে। চলতি মৌসুমে এটা তার চতুর্থ শিরোপা। এর আগে ব্রিসবেন, দুবাই ও ইস্তাম্বুলে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিলেন তিনি। আর ক্যারিয়ারে এটা তার ৮৬তম ট্রপি। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭ গ্র্যান্ডসøাম জিতেছেন রজার ফেদেরার। অসামান্য সব পারফর্মেন্সের সৌজন্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু দুর্ভাগ্য রজার ফেদেরারের। গত তিন বছর ধরে টেনিসের মেজর কোন শিরোপা জিততে পারেননি তিনি। ২০১২ সালে শেষবারের মতো উইম্বল্ডনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা। মৌসুমের সেই তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগেই হ্যালে জিতে দুর্দান্ত ফর্মে ফিরলেন সুইস তারকা। তাই ১৭ গ্র্যান্ডসøামজয়ী ফেদেরার দারুণ উচ্ছ্বসিত। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রজার ফেদেরার বলেন, ‘উইম্বল্ডনের প্রস্তুতিটা ভালভাবেই হয়ে গেল। নিঃসন্দেহে টুর্নামেন্টের আগে এই জয় আমাকে আলাদা করে অনুপ্রেরণা যোগাবে।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭ গ্র্যান্ডসøাম জিতেছেন ফেদেরার। তার ১৭টিই আবার উইম্বল্ডনে। এবার দোড়গোরায় মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্ট। কিন্তু এবার নিজেকে ফেবারিট মানছেন না সুইস তারকা। বরং বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকেই এগিয়ে রাখছেন তিনি। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ফেদেরার বলেন, ‘ও চ্যাম্পিয়ান।’ এক নাম্বার খেলোয়াড়। ঘাসের কোর্টে সবসময়ই ভাল খেলে। তাই নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন কেউ টানা জিততে থাকে, তখন তার পক্ষে কোন কিছুই অসম্ভব মনে হয় না।’ উইম্বল্ডনের আগে সেরা ফর্মে ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। রবিবার এটিপি কুইন্স ক্লাবের শিরোপা জিতেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনকে পরাজিত করেই চলতি বছরের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুলেন মারে। এর আগে মাদ্রিদ এবং মিউনিখ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত স্কটিশ তারকা মারে বলেন, ‘পুরো সপ্তাহ জুড়েই এখানে ভাল খেলেছি। ফাইনালে অসাধারণ কিছু শট খেলেছি। প্রকৃতপক্ষে শিরোপা জয়ের জন্য যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবেই খেলতে সক্ষম হয়েছি আমি।’ এরপর আসে উইম্বল্ডন প্রসঙ্গ। তবে সেটা যে কঠিন তা স্বীকার করেছেন মারে। এ বিষয়ে তার অভিমত হলো, ‘২০১৩ সালে যেমনটা খেলেছিলাম এবার তার চেয়েও বেশি ভাল খেলছি কিন্তু তারপরও উইম্বল্ডনে চ্যাম্পিয়ন হওয়াটা আসলেই কঠিন বিষয়।’ কেননা পুরুষ এককে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন নোভাক জোকোভিচ, ফেদেরার এবং রাফায়েল নাদাল।
×