ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দায়রা আদালতে পাপিয়ার জামিন আবেদন নাকচ

প্রকাশিত: ০৬:৩১, ২৩ জুন ২০১৫

দায়রা আদালতে পাপিয়ার জামিন আবেদন নাকচ

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়েছে । সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রাজধানীর তিনটি থানার পৃথক ৯ মামলায় জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মাহবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারকগণ তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই আদেশসমূহে সংক্ষুব্ধ হয়েই মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। মামলাগুলোর মধ্যে মিরপুর থানার তিনটি, পল্টন থানার পাঁচটি ও লালবাগ থানার একটি ছিল। বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এই মামলাগুলো দায়ের করা হয়। রবি নিয়ে এলো রোমিং ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিস গ্রাহকদের জন্য সেরা রোমিং সেবার প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) এসএমএস ব্যাক সার্ভিস চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড। সেবাটির আওতায় রবি গ্রাহকরা বিকল্প উপায়ে রোমিং সেবা গ্রহণের সময় এখন থেকে প্রতিটি রোমিং এসএমএস মাত্র ১ টাকা মূল্যে যতবার খুশি ততবার পাঠাতে পারবেন। এর পাশাপাশি রেগুলার রোমিং এসএমএস সার্ভিসও চালু থাকবে। ইউএসএসডি এসএমএস ব্যাক সার্ভিসটি উপভোগ করতে প্রথমে গ্রাহকদের রবি রোমিং সার্ভিসের গ্রাহক হতে হবে। এরপর গ্রাহকদের *২১১# ডায়াল করে নির্দেশ অনুযায়ী সেবাটি গ্রহণ করতে হবে অথবা সরাসরি *২১১* মোবাইল নাম্বার# ডায়াল করে কাক্সিক্ষত এসএমএস লিখে পাঠাতে পারবেন বাংলাদেশে। নতুন এই সেবাটির পাশাপাশি রবি ১০০ দেশে সহজ ও সাশ্রয়ী রেটে রোমিং সেবা দিচ্ছে। -বিজ্ঞপ্তি
×