ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুম্বাইতে বিষাক্ত মদ পানে মৃত বেড়ে ৯৪

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুন ২০১৫

মুম্বাইতে বিষাক্ত  মদ পানে মৃত  বেড়ে ৯৪

ভারতের মুম্বাইতে বিষাক্ত দেশী মদপানে মৃতের সংখ্যা বেড়ে রবিবার ৯৪ জনে দাঁড়িয়েছে। অসুস্থ রয়েছে এখনও ১২০ জন। খবর এএফপির। এ ঘটনায় পুলিশের অপরাধ শাখা এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। এছাড়া মালওয়ানি পুলিশ স্টেশনের ৮ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশের কোন গাফিলতি ছিল কিনা তা তদন্তে একটি কমিটি কাজ শুরু করেছে। শুল্ক বিভাগের চার কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের মালওয়ানি এলাকার লক্ষ্মীনগর বস্তিতে অনেকে বিষাক্ত এ মদপান করে। মদপানের কয়েক ঘণ্টা পর বিষক্রিয়া শুরু হয় এবং তাদের অনেকে বমি করতে থাকে। মদপান করে অসুস্থ হয়ে পড়া বেশিরভাগের বয়স ৩০ থেকে ৪০ এর কোঠায় এবং তাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার পুলিশ মুম্বাইয়ের সব অবৈধ মদের আখড়ায় অভিযান চালায়।
×