ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর জাল সম্প্রসারণের আগে অর্থপাচার বন্ধের দাবি

প্রকাশিত: ০৪:৩৯, ২২ জুন ২০১৫

কর জাল সম্প্রসারণের আগে অর্থপাচার বন্ধের দাবি

ঢাকায় রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মনববন্ধন থেকে জনসেবা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করেছে কৃষক-শ্রমিক ও নাগরিক সমাজভিত্তিক ২৯টি সংগঠন। আয়োজকদের পক্ষ থেকে করের আওতা বাড়ানো তথা, কর জাল সম্প্রসারণের পূর্বে বিদেশে অবৈধ অর্থপাচার প্রতিরোধ এবং দুর্নীতি হঠানোর জোর দাবি জানানো হয় হয়। তাছাড়া তারা শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষভাবে গুরুত্ব আরোপের সুপারিশ করেন। ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বিশ্ব জনসেবা খাত দিবস উপলক্ষে বাংলাদেশের কৃষক-শ্রমিক ও নাগরিক সমাজের দাবি : জনসেবা খাতে বরাদ্দ বাড়াও, কর জাল সম্প্রসারণ করার পূর্বে অর্থপাচার বন্ধ কর ও দুর্নীতি থামাও’ শীর্ষক মানববন্ধনে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×