ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইএসের এক বছর ॥ দ্রুত দমনে অগ্রগতি নেই

প্রকাশিত: ০৬:৪৩, ২১ জুন ২০১৫

আইএসের এক বছর ॥ দ্রুত দমনে অগ্রগতি নেই

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) চরমপন্থী গোষ্ঠীর স্বঘোষিত ‘খিলাফত’ প্রতিষ্ঠার এক বছর পরও যথেষ্ট অর্থপুষ্ট এবং তারা ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত। বিশেষজ্ঞরা বলেছেন, তারা আগামী কয়েক বছর তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আইএস প্রধান আবু বকর আল বাগদাদীর অনুসারীরা যাকে খলিফা ইব্রাহীম নামে ডাকেন তার নেতৃত্বে এই কাল্পনিক রাষ্ট্রটি ঘোষণার কয়েক মাসের মধ্যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট গোষ্ঠীর দখলকৃত অঞ্চলজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং এ সপ্তাহে তারা কুর্র্দী বাহিনীর কাছে প্রধান সিরীয় সীমান্ত শহর তাল আবিয়াদ হারিয়েছে। তবে, গোষ্ঠীটি সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখলসহ অন্যত্র আতঙ্কজনক বিজয় অর্জন করেছে এবং বিশেষজ্ঞদের মতে ‘আইএস’ এবং তাদের ‘খিলাফত’-এর কয়েক বছর টিকে থাকার সামর্থ্য রয়েছে। চাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা কর্মসূচীর এ্যাসোসিয়েট ফেলো হাসান হাসান বলেন, গোষ্ঠীটি বিদ্রোহী বাহিনীর মতো তৎপর এবং একটি অঞ্চলের নিয়ন্ত্রণ হারালেও অন্যত্র তাদের দখলদারির প্রসার ঘটাচ্ছে। তবে, নিকট ভবিষ্যতের জন্য এটি আমাদের সঙ্গে থেকে যাবে। আমি দেখতে পাচ্ছি এটি টিকে থাকবে এবং অন্তত এক দশক তৎপরতা চালাবে। হ্যাক করাচ্ছেন শেক্সপিয়ার! ওয়াশিংটনের এক বিশেষ গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, বেশিরভাগ সরকারী সংস্থা এবং সাধারণ মানুষ তাদের গোপন এ্যাকাউন্টের পাসওয়ার্ড রাখেন শেক্সপিয়রের রচিত বিভিন্ন বিশেষ শব্দের নাম অনুসারে। এখানেই সহজ হয়ে যায় হ্যাকারদের হ্যাকিং। সহজেই শব্দ অনুমান করে ওই সব এ্যাকাউন্ট হ্যাক করে তারা। -ওয়েবসাইট স্মার্টওয়াচে এবার ক্যামেরা! এবার স্মার্টওয়াচেও ক্যামেরা আনতে যাচ্ছে এ্যাপেল? সংস্থাটি আগামী বছর স্মার্টওয়াচের নয়া ভার্সন বাজারে আনবে। আগামী বছরে তারা ভারতের বাজারে নয়া এই স্মার্টওয়াচটি আনবে বলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর এই নয়া ভার্সনেই থাকবে ক্যামেরার সুবিধা। এছাড়া এই স্মার্টওয়াচের সাহায্যে ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকডিংও করা যাবে। তবে আগামী বছরের ঠিক কবে নাগাদ এটি বাজারে আনা হবে তা জানা যায়নি। -ওয়েবসাইট
×