ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিডল্যান্ড ব্যাংকের ২য় বর্ষপূর্তি আজ

প্রকাশিত: ০৬:৪৯, ২০ জুন ২০১৫

মিডল্যান্ড ব্যাংকের ২য় বর্ষপূর্তি আজ

দেশের ৪র্থ প্রজন্মের বেসরকারী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড আজ শনিবার ৩য় বর্ষে পদার্পণ করছে। ব্যাংকের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার প্রধান কর্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান বলেন, বিগত দুই বছরে ব্যাংক তার ১১টি শাখার মাধ্যমে ১২৪৮ কোটি টাকা আমানত সংগ্রহ করে এবং ৯০৮ কোটি টাকা ঋণ প্রদান করে। এছাড়াও ব্যাংক তার গ্রাহকদের জন্য উদ্ভাবনীয় ও আকর্ষণীয় আমানত ও ঋণ প্রকল্প উদ্ভাবন করে এবং বিভিন্ন আধুনিক ব্যাংকিংসেবা যথা ইন্টারনেট ব্যাংকিং, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি চালু করে, যার বিভিন্ন সুবিধাবলীর ওপর বিশদভাবে তিনি আলোকপাত করেন। তিনি বলেন, ব্যাংক তার ব্যবসায়িক কার্যক্রমের শুরু থেকেইে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের ব্যাংকিংসেবার আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন ডিপোজিট প্রোডাক্টসসমূহ প্রবর্তন করেছে। তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে ব্যাংক আরও নিত্যনতুন ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা নিয়ে এগিয়ে আসবে। উল্লেখ্য, ২০১৩ সালের ২০ জুন মিডল্যান্ড ব্যাংক কার্যক্রম শুরু করে। Ñবিজ্ঞপ্তি
×