ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম রোজায়ই সবজি বাজার উর্ধমুখী

প্রকাশিত: ০৬:০২, ২০ জুন ২০১৫

প্রথম রোজায়ই সবজি  বাজার  উর্ধমুখী

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজানের প্রথম দিনেই বেড়েছে সবজির দাম। সবজির পাশাপাশি বেড়েছে মাছ, পেঁয়াজ ও ছোলার দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারের উর্ধমুখী দামে অসন্তুষ্ট ক্রেতারা। তারা বলছেন, রমজানের প্রথম দিন প্রতিটি পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। খুচরা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম ছাড়া বাকিগুলো অপরিবর্তীত রয়েছে। বেগুন, টমেটো,আলু, কাঁচামরিচ ছাড়া অন্যসব সবজি প্রতিকেজি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা, আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২ টাকা যা গত সপ্তাহে ছিল ১৬ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা, শসা বিক্রি হচ্ছে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা যা গত সপ্তাহে ছিল ২৫ টাকা। এছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, দেশী মুরগি ৪০০ টাকা, গরুর মাংস ৪০০-৪৮০ টাকা, খাসির মাংস ৫০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিকেজি কাতল ৩৫০-৪০০, তেলাপিয়া ২০০, রুই ২২০-৩২০, বড় আকারের বাগদা চিংড়ি ৫০০, মাঝারি বাগদা চিংড়ি ৪২০, গলদা চিংড়ি ৯০০, লাল কৈ ৪০০-৫০০, দেশী ভেটকি কোরাল ৬০০-৬৫০, মাঝারি সাইজের প্রতিপিস ইলিশ ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ,রসুন ও ছোলার দামও সামান্য বেড়েছে।
×