ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গল টেস্ট ॥ সিলভার অপরাজিত অর্ধশতকে শক্ত অবস্থানে লঙ্কানরা

প্রকাশিত: ০৭:০৭, ১৯ জুন ২০১৫

গল টেস্ট ॥ সিলভার অপরাজিত অর্ধশতকে শক্ত অবস্থানে লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির দাপট ছিল গলে। তাই সফরকারী পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যে তিন টেস্ট সিরিজের প্রথমদিনই ভেসে গেছে। কোন বল মাঠে গড়ায়নি। ভেজা মাঠের জন্য দ্বিতীয় দিনও সময়মতো খেলা শুরু হয়নি। তবে মধ্যাহ্ন বিরতির আগে এক ঘণ্টা খেলা হয়েছে। টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভাল না হলেও দিনশেষে ৩ উইকেটে ১৭৮ রান তুলে শক্ত অবস্থান নিয়েই ফিরেছে তারা। এদিনও অবশ্য ২৬ ওভার আগেই খেলা শেষ হয়ে গেছে। সমুদ্রতীরবর্তী গলে সবসময়ই বৃষ্টির দাপট থাকে। বর্তমানে বর্ষা মৌসুম শুরু হওয়াতেই প্রথম টেস্ট অঝোর আষাঢ়ে দাপটে পড়ল। একটি বলও মাঠে গড়াল না। প্রথম টেস্টের প্রথমদিন অবিরাম বৃষ্টির কারণে দু’দল মাঠেই নামতে পারেনি। তবে দ্বিতীয় দিন অপেক্ষা কেটেছে মধ্যাহ্ন বিরতির একটু আগে। শুরু থেকেই দারুণ বোলিং করেছেন পাকিস্তানের অন্যতম স্ট্রাইক বোলার ওয়াহাব রিয়াজ। টস জিতে ভেজা মাঠ, আদ্র আবহাওয়া কাজে লাগাতে পাক অধিনায়ক টস জেতার পরও স্বাগতিক লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন। শুরুর সম্ভাব্য বিপদ কাটাতে অবশ্য ধীরে সুস্থে শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারতেœ ও কৌশল সিলভা। কিন্তু প্রথম আঘাতটা হানেন পেসার ওয়াহাবই। দলীয় ৩০ রানের সময় তিনি ফিরিয়ে দেন করুনারতেœকে (২১)। এরপর অবশ্য অভিজ্ঞ কুমার সাঙ্গাকারার সঙ্গে ১১২ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন সিলভা। দু’জনেই অর্ধশতক হাঁকান। লঙ্কান ইনিংসটা দারুণ এক মজবুত অবস্থানে চলে যাচ্ছিল। কিন্তু আবারও আঘাত ওয়াহাবের। এবার তিনি ফিরিয়ে দেন সাঙ্গাকারাকে। ক্যারিয়ারের ৫২তম অর্ধশতক হাঁকিয়ে তিনি ১০৬ বলে ২ চার ও ১ ছয়ে ৫০ রান করে সাজঘরে ফেরেন। এরপর লাহিরু থিরিমান্নে এসে তেমন সুবিধা করতে পারেননি। তাকে ৮ রানেই ফিরিয়ে দিয়েছেন স্পিনার মোহাম্মদ হাফিজ। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। এমনকি একপ্রান্ত আগলে থাকা ওপেনার সিলভাও হাল ছাড়েননি। তিনি দিনের শেষ ভাগ পর্যন্ত থেকেছেন অপরাজিত। ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক হাঁকিয়েছেন এ ডানহাতি ওপেনার। শেষ পর্যন্ত তিনি ১৯৭ বলে ১২ চারে ৮০ রান করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন এ ওপেনার। ম্যাথুস ব্যাট করছেন ১০ রানে। দিনের সফলতম বোলার ওয়াহাব দুই উইকেট শিকার করেছেন। এদিন মাত্র ৬৪ ওভার খেলা হয়েছে। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১৭৮/৩; ৬৪ ওভার (সিলভা ৮০*, সাঙ্গাকারা ৫০, করুনারতেœ ২১, ম্যাথুস ১০*, থিরিমান্নে ৮; ওয়াহাব ২/৫১, হাফিজ ১/২৪)।
×