ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধভাবে বালু উত্তোলন ॥ তলিয়ে যাচ্ছে কৃষি জমি

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ জুন ২০১৫

অবৈধভাবে বালু উত্তোলন ॥ তলিয়ে যাচ্ছে কৃষি জমি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলনে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার ফসলি জমি ও বসতভিটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে বসেছে। ইতোমধ্যে বালু উত্তোলনের খননকৃত খালের পাড়ের আশপাশ এলাকায় ধস শুরু হয়েছে। বৃহস্পতিবার গ্রামবাসী অভিযোগ করে জানান, এলাকার মৃত জাফর উদ্দিনের পুত্র প্রভাবশালী সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত জমিতে অবৈধ বোমা মেশিন বসিয়ে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করছে। সেই বালু তিনি বাণিজ্যিকভাবে ব্যবসা করছেন। অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে মাটির তলদেশে বিশাল আকারে গভীরতা সৃষ্টি হয়েছে। এই গভীরতায় বালু উত্তোলনের চারপার্শ্বে যাদের ফসলি জমি ও বসতভিটা রয়েছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইতোমধ্যে গ্রামের কাইলঠা মামুদ, মফেল, মফিজ, মোখলেছ, ইয়াকুব আলীর প্রায় এক একর জমি বালু উত্তোলনের খননকৃত জমিতে ধসে পড়ে। বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে তাদের হুমকি দেয়া হচ্ছে।
×