ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন ডলারে নারীর ছবি

প্রকাশিত: ০৪:১৫, ১৯ জুন ২০১৫

মার্কিন ডলারে নারীর ছবি

যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে প্রায় ২৪০ বছর আগে। এত দিনে এই দেশে যেমন কোন নারী প্রেসিডেন্ট হয়নি, তেমনি কোন নারীর ছবি ডলারের নোটে স্থান পায়নি। বরাবরই নারীরা উপেক্ষিত থেকেছে। নারীদের প্রতি বঞ্চনার সেই ইতিহাস কিছুটা হলেও এবার পাল্টে যাচ্ছে। ১০ ডলারের নোটে দেখা যাবে কোন নারীর ছবি। তবে কোন মহীয়সীর ছবি ছাপানো হবে ১০ ডলারের নোটে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাকব লিউ ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার হ্যামিলটনের ছবির পরিবর্তে ১০ ডলারের নোটে ছাপানো হবে কোন নারীর ছবি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হ্যামিলটন। জর্জ ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ১০ ডলারের নোটের নতুন নকশা অনুমোদিত হলে মুদ্রিত নোট বাজার আসবে ২০২০ সালে। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে নারীদের ভোটাধিকার দেয়া হয়। ২০২০ সালে সেই ঘটনার ১০০ বছর পূর্তি হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×