ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংক এমডির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৪:১৫, ১৯ জুন ২০১৫

সোনালী ব্যাংক এমডির   মেয়াদ বাড়ল

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (এমডি এ্যান্ড সিইও) পদে প্রদীপ কুমার দত্তকে আরও এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। পরিচালনা পর্ষদ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর কেন্দ্রীয় ব্যাংক এমডির মেয়াদ বৃদ্ধি অনুমোদন করে সোনালী ব্যাংকে চিঠি পাঠিয়েছে এবং সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ তাঁকে নতুন করে নিয়োগ দিয়েছে। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে খ্যাতিমান ব্যাংকার প্রদীপ কুমার দত্ত নতুন মেয়াদে ১৭ জুন যোগদান করেছেন। প্রদীপ কুমার দত্ত ২০১২ সালের ১৭ জুন সোনালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক এ্যান্ড সিইও পদে যোগদান করেছেন। সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রদীপ কুমার দত্তের মেয়াদ বৃদ্ধিতে গতকাল থেকেই সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সোনালী ব্যাংক লিমিটেডকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। -বিজ্ঞপ্তি
×