ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আতিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭:০৮, ১৮ জুন ২০১৫

আতিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো বুধবার। ২০১৩ সালের ১৭ জুন তিনি মৃত্যুবরণ করেন। বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশনসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা ছিলেন। তার রচিত ও প্রযোজিত নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবীন দিয়ে দেখুন’, ‘সার্কাস দেখুন’, নীল নক্সার সন্ধানে’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘মামার বালিশ কোথায়’ প্রভৃতি।
×