ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্যামল চৌধুরী

পবিত্র রমজান ও দ্রব্যমূল্য

প্রকাশিত: ০৬:৪২, ১৮ জুন ২০১৫

পবিত্র রমজান ও দ্রব্যমূল্য

প্রাত্যহিক জীবনধারণের জন্য মানুষের দরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। দ্রব্যসামগ্রীর দাম কম-বেশি হলেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া জীবন অচল। কিন্তু কিছু কিছু সময় আসে যখন দ্রব্যমূল্যের উর্ধগতি মানুষের জন্য নাভিশ্বাস হয়ে ওঠে। জীবনতরী চালাতে ভোক্তা সাধারণের হিমশিম খেতে হয়। স্থিতিশীল বাজার যেমন ভোক্তাদের কাছে স্বস্তিকর, অপরদিকে অস্থিতিশীল বাজার তাদের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। আমাদের দেশে বিভিন্ন উৎসব, আচার-অনুষ্ঠান উপলক্ষ্যে দ্রব্যসামগ্রী প্রচুর মজুদ থাকা সত্ত্বেও অনেক সময় ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সঙ্কট দেখিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এতে করে ভোক্তা অধিকার খর্ব করা হয়। সামনে রয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এর আগেই বাজারে দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। রমজান উপলক্ষে তা আরও বেড়ে যেতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগেভাগে পদক্ষেপ নিতে হবে। দোকানে দোকানে দ্রব্যসামগ্রীর সঠিক মূল্য তালিকা প্রদর্শন অত্যাবশ্যক। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া দৌড় দেয়ার আগেই রাশ টেনে ধরতে হবে। মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে
×