ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: ০৫:৫০, ১৮ জুন ২০১৫

রমজানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। এছাড়া ব্রিটিশ মুসলমানরা সেদেশের সব ক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাস উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক বাণীতে বলেন, পবিত্র রমজান মাসে আমার শুভেচ্ছা জানাচ্ছি। নিজেদের বিশ্বাসের ভিতকে শক্ত করতে এ সময় ব্রিটেন ও বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময়ে পরিবার-পরিজন সংযম ও একাগ্রতায় একত্রিত হয়। এটি আমাদের সম্প্রদায়, পরিবার ব্রিটিশ মূল্যবোধগুলোকেও মনে করিয়ে দেয়। শ’ শ’ বছর ধরে আমরা দেখে আসছি, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমান সেনারা সহযোদ্ধাদের সঙ্গে একত্রে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। এছাড়া আজকের দিনে অন্য যে কোন ধর্মীয় সম্প্রদায়ের চেয়ে ব্রিটিশ মুসলমানরা দানের ক্ষেত্রে এগিয়ে। জাকাতের মতো পবিত্র ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে দুর্যোগ ও সংঘাতের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করায় তাঁরা অবদান রাখছে। তিনি বলেন, যুক্তরাজ্যের মুসলমানরা সবক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে। সেটি হতে পারে বড় ব্যবসা, মূল্যবান স্বাস্থ্য পরিচর্যা থেকে শুরু করে পার্লামেন্টের বিভিন্ন কক্ষ কিংবা আমি যে মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছি সেখানেও। আমি ‘এক জাতি’ প্রসঙ্গে অনেক বলেছি। ব্রিটেন এমন এক জাতি যেখানে সকলের স্থান আছে। ব্রিটেনের মুসলমানরা সেই অন্তর্নিহিত শক্তিকে ধারণ করে। তারা প্রমাণ করেছে, এটি এমন এক দেশ যেখানে মানুষের সাফল্য বর্ণ, সম্প্রদায় বা ধর্মবিশ্বাস দিয়ে নির্ধারণ করা হয় না। মানুষের মেধা ও যোগ্যতা তাকে যে পথে নেবে সেটাই তার গন্তব্য। প্রতি সন্ধ্যায় পরিবার-পরিজন এবং কমিউনিটি ইফতারের জন্য একত্রিত হয়। আমি প্রত্যাশা করি তারা সবাই এবং ব্রিটেনের সব মানুষÑরমজানের সার্বজনীন মূল্যবোধের প্রতিফলন ঘটাবে। এই দেশ গড়ে তোলায় ব্রিটিশ মুসলমানদের অবদানকে স্বীকৃতি দেবে।
×