ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের টার্গেট ॥ হান্নান শাহ

প্রকাশিত: ০৮:১৩, ১৭ জুন ২০১৫

গণমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের টার্গেট ॥ হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সরকারের টার্গেট বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্র্যাটিক কাউন্সিল নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। হান্নান শাহ্ বলেন, সত্য ফাঁস হলে ক্ষমতাসীনদের মধ্যে অনেকের ফাঁসি হবে এই ভয়ে হুমকি-ধমকি দিয়ে তারা সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখতে চায়। যারা একনায়কতন্ত্রে বিশ্বাস করে তারা সংবাদপত্র দাবিয়ে রাখতে চায়। হান্নান শাহ বলেন, সংবাদপত্র নিয়ন্ত্রণ করে পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেয়ে শেখ হাসিনা। তিনি বলেন, বাকশাল সরকারের অনেকে বর্তমান সরকারের মন্ত্রী-এমপি হয়েছেন। তাদের বাকশালের সেই ধারা এখনও আছে। যারা একনায়কতন্ত্রে বিশ্বাস করে তারা সংবাদপত্র দাবিয়ে রাখতে চায়। আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।
×