ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণমাধ্যম ব্যক্তিত্ব ও কূটনীতিকদের সম্মানে এনএসইউ’র প্রীতি নৈশভোজ

প্রকাশিত: ০৬:১৮, ১৭ জুন ২০১৫

গণমাধ্যম ব্যক্তিত্ব ও কূটনীতিকদের সম্মানে এনএসইউ’র প্রীতি নৈশভোজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে এক প্রীতি নৈশভোজের আয়োজন করে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নৈশভোজে গণমাধ্যমের প্রথিতযশা স¤পাদক, পরিচালক, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদসহ দুই শতাধিক অতিথি অংশ নেন। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার শুরুতে স্বাগত বক্তব্য দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ডেইলি স্টার স¤পাদক মাহফুজ আনাম, ইনডিপেনডেন্ট স¤পাদক এম শামসুর রাহমান, কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়ং, নিউজ টুডে স¤পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার পরিচালক মুনির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন সরকার। এ সময় চ্যানেল আই পরিচালক মুকিত মজুমদার বাবু, ভোরের কাগজ স¤পাদক শ্যামল দত্ত, সংবাদের ব্যবস্থাপনা স¤পাদক হুমায়ুন কাশেম, কালের কণ্ঠের নির্বাহী স¤পাদক মোস্তফা কামাল, জনকণ্ঠের নির্বাহী স¤পাদক স্বদেশ রায়, ডেইলি সান স¤পাদক মোঃ জামিলুর রহমান, যায়যায়দিন স¤পাদক কাজী রোকনউদ্দিন আহমেদসহ প্রথম আলো, ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার স¤পাদক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মোঃ শাহজাহান, রেহানা রহমান, ইয়াসমিন কামাল এবং এমএ কাশেম উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। -বিজ্ঞপ্তি ধানমণ্ডি ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের জিটি-১ ট্রান্সফরমার ত্রুটির কারণে বন্ধ ধানমণ্ডি ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের জিটি-১ ট্রান্সফরমারের জিআইএস ব্রেকারে গ্যাস লিকেজ ও ত্রুটির কারণে গত ১১ জুন হতে ট্রান্সফরমারটি বন্ধ রয়েছে। যার ফলে কাওরানবাজার, কাকরাইল, আজিমপুর, পরীবাগ, ধানম-ি, কাঁটাবনের আশিংক এলাকা এবং এর আশপাশের এলাকায় লোড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুত বিতরণ করা হচ্ছে। উদ্ভূত সমস্যা সমাধানে সিমেন্স বিশেষজ্ঞ দল ইতোমধ্যে জিআইএস ব্রেকারের মেরামত কাজ হাতে নিয়েছে। -বিজ্ঞপ্তি
×