ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৫, ১৬ জুন ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৪১.আলোচনা ভেঙে দিয়ে কবে বাঙালির বিরুদ্ধে সামরিক অভিযান বেছে নেয় পাকিস্তান সরকার? ক) ২৩ মার্চ খ) ২৪ মার্চ গ) ২৫ মার্চ ঘ) ২৬ মার্চ ৪২.কারা অলঙ্কার পরতে বেশি ভালোবাসে? ক) মারমারা খ) গারোরা গ) চাকমারা ঘ) সাঁওতালরা ৪৩.মানুষের জন্মগত অধিকার কোনটি? ক) বস্ত্র খ) বাসস্থান গ) শিক্ষা ঘ) বিনোদন ৪৪.কাদের মন কৌতূহলপ্রবণ হয়ে থাকে? ক) শিশুদের খ) কিশোরদের গ) যুবকদের ঘ) ছাত্রদের ৪৫.বিশ্ব স্বাস্থ সংস্থার সদরদপ্তর কোন রাষ্ট্রে অবস্থিত? ক) আমেরিকায় খ) ইংল্যান্ডে গ) সুইজারল্যান্ডে ঘ) জাপানে ৪৬.তিন নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল- র. আখউড়া রর. কিশোরগঞ্জ ররর. সিলেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৭.ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যা বোঝায়- ক) ধর্মের চার্চকেন্দ্র খ) ধর্মের সমালোচনা কেন্দ্র গ) নৈতিকতার বিকাশকেন্দ্র ঘ) হিতোপদেশ কেন্দ্র উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: ইকরাম তার ছোট ভাইকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বরে, দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রদান লক্ষ্য হলো জনগণের আর বৃদ্ধি করা। আয় বৃদ্ধি পেরে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। জনগণের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে এক ধরনের উৎপাদন বলা হয়। ৪৮.বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে? ক) মোট অভ্যন্তরীণ উৎপাদন খ) মোট জাতীয় উৎপাদন গ) মাথাপিছু আয় ঘ) মাথাপিছু ব্যয় ৪৯.রফিকের বয়স ২০ বছর, কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্যে যে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৫০.আমাদের সমাজজীবনে বর্তমানে ভয়াবহ সমস্যা কোনটি? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (খ) ১২. (ক) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
×