ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসায় উদ্যোগ

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জুন ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে- র. অর্থনৈতিক স্থিতিশীলতার রর. রাজনৈতিক স্থিতিশীলতার ররর. সামাজিক স্থিতিশীলতার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. কোন কোম্পানির বিবরণ পত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্যে আহবান জানাতে পারে? ক) অংশীদারি ব্যবসায় খ) পাবলিক লিমিটেড গ) প্রাইভেট লিমিটেড ঘ) একমালিকানা ব্যবসায় ১৭. অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি,মনোমালিন্য,বিরোধ এবং মামলা এড়ানোর জন্য চুক্তি হওয়া উচিত- র. অলিখিত রর. লিখিত ররর. নিবন্ধিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে? ক) লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায় খ) অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায় গ) নিবন্ধিত অংশীদারি ব্যবসায় ঘ) অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় ১৯ কর্মংস্থানের বড় ক্ষেত্র কোনটি? ক) বৃহৎ শিল্প খ) বৈদেশিক শিল্প গ) সরকারি চাকরি ঘ) মাঝারি শিল্প ২০. আসলাম একজন পোশাক ডিজাইনার। তিনি প্রত্যেক ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসেন। তিনি মূলত কোন কাজটি করেন? ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার খ) পুঁজির সদ্ব্যবহার গ) উদ্ভাবন ও উন্নয়ন ঘ) চাহিদামাফিক পণ্য সরবরাহ ২১ ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন? ক) সহায়তা খ) অধিক মুনাফা অর্জন গ) অধিক প্রতিযোগিতা ঘ) উন্নত পণ্য ২২.চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে? ক) মাসিক ৫০০ টাকা হারে খ) বাৎসরিক ৫০০ টাকা হারে গ) অংশিদারের চাহিদানুযায়ী ঘ) কোনো পারিশ্রমিক দেয়া হয় না ২৩.ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্যে বিভিন্ন প্রকার তথ্যের প্রয়োজন। এসব তথ্যের উৎস হলো- র. অর্থনৈতিক জরিপ রর. শিল্প জরিপ রিপোর্ট ররর. আদমশুমারি রিপোর্ট নিচের কোনটি সঠিক? ২৪ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়- র . নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে র র . বেকার জনগণের প্রশিক্ষণের মাধ্যমে র র র . মুনাফা অর্জনের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কোন ঝুঁকিটিতে অমিল পরিলক্ষিত হয়? ক) চুরি-ডাকাতি খ) অপহরণ গ ছিনতাই ঘ) অতি বৃষ্টিপাত ২৬. সমবায় সমিতি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে কোন ফরম সংগ্রহ করতে হয়? ক) ফরম-১ খ) ফরম-২ গ) ফরম-৩ ঘ) ফরম-৫
×