ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশনের গুণীজন সম্মাননা

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুন ২০১৫

বগুড়ায় ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশনের গুণীজন সম্মাননা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সৃষ্টিশীল অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন ঢাকার উদ্যোগে ও মনডুবুরির আয়োজনে শনিবার সন্ধ্যায় বগুড়ার রেড চিলিস মিলনায়তনে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের স্বীকৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের নিয়ে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের নাম ‘কথা কয়’। স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন- শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রসরতায় অবদানের জন্য বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, সাহিত্যে ছোটগল্পের নতুন ধারার রূপকার সাহিত্যিক হোসনে আরা মণি, নাটকের শিল্পী তৈরির কারিগর খলিলুর রহমান চৌধুরী, আবৃত্তিতে নতুন মাত্রার নির্দেশক মোস্তাক ইবনে মাহবুব শুভ, নৃত্যনাট্যের নতুনত্বে আব্দুল মোবিন জিন্নাহ ও বিমূর্ত ছবি নির্মাণে জিল্লুর রহমান শামীম। এ অনুষ্ঠানে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশনের স্বত্বাধিকারী আকতারুল আলম তিনু স্বাগত বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে মেধার বিকাশে যে যেভাবে অবদান রাখছেন তাদের সেই সৃষ্টিশীলতা ধরে রাখাই মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বগুড়ায় গুণীজনদের স্বীকৃতি সম্মাননা প্রদান করে তাদের সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার ছোট্ট এই চেষ্টা। ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন সাহিত্যিক হোসনে আরা মণির দুটি বাংলা ছোটগল্প ব্লাকহোলের বাদুড়, শক ও একটি ইংরেজী ছোটগল্প দ্য চিলড্রেন হু নেভার গ্রো আপকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যরে ছবি বানানোর প্রস্তুতির ঘোষণা দেয়। এরপর ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিকল্পনা ও সঞ্চালনা করেন সাংবাদিক সমুদ্র হক। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ লেখক-শিল্পী বিভিন্ন পর্বে অংশ নেন। দৃষ্টি আবৃত্তি সংগঠনের সুলতানা পারভীন শ্রাবণীর আবৃত্তি ও আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ক্লাসিক্যাল নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
×