ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ললিত মোদি বিতর্ক ॥ নিরাপত্তা বাড়ানো হলো সুষমার

প্রকাশিত: ০৬:৪১, ১৬ জুন ২০১৫

ললিত মোদি বিতর্ক ॥ নিরাপত্তা বাড়ানো হলো সুষমার

ইন্ডিয়ান ক্রিকেট লীগে (আইপিএল) আর্থিক অনিয়মের অভিযোগ থাকা ললিত মোদিকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে সোমবার থেকে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য। দিল্লীতে সুষমার বাড়ির বাইরে ভারী অস্ত্রশস্ত্রসহ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। ললিতকে অবৈধ উপায়ে বিদেশে যেতে সাহায্য করেছিলেন সুষমা, এই অভিযোগে রবিবার থেকেই তার পদত্যাগ দাবি করছে বিরোধী দলগুলো। যদিও সুষমা নিজে দাবি করেন, অসুস্থ স্ত্রীর চিকিৎসা করতে তাকে বিদেশে নিয়ে যেতে চান বলে ললিত তার কাছে এসেছিলেন। তিনি যা করেছেন, মানবিকতার খাতিরে করেছেন। দ্রুত ব্রিটিশ ভিসা পাইয়ে দেয়ার ক্ষেত্রে সহায়তা করে সুষমা কোনও অন্যায় করেননি বলে একযোগে জানিয়েছেন বিজেপি নেতারা। অমিত শাহ জানিয়েছেন, মানবিক কারণে ললিতকে সহায়তা করেছেন সুষমা। এরমধ্যে কোন অন্যায় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমা কোনও ভুল করেননি। পাশাপাশি কংগ্রেসসহ বিরোধী দলগুলোর কড়া সমালোচনা করে বিজেপির যুক্তি, কংগ্রেসের কোনও কাজ নেই মন্ত্রীদের পদত্যাগের দাবি করা ছাড়া। এদিকে লালুপ্রসাদ যাদব বলেছেন, বিজেপির ভেতরেই বিরোধ রয়েছে। মনে হয় প্রধানমন্ত্রী এই ইস্যুকে হাতিয়ার করে সুষমাকে ঝেড়ে ফেলতে চাইছেন মন্ত্রিসভা থেকে। অন্য বিরোধী দলগুলোর অভিযোগ, স্ত্রীর অসুস্থতার যে দোহাই ললিত দিচ্ছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বিদেশে গিয়ে তাকে নিয়মিত টুইটারে সেলিব্রেটিদের সঙ্গে নানান ছবিতে, পার্টিতে দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে খোশমেজাজেই রয়েছেন তিনি। যদিও ললিত নিজে এই বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।-ওয়েবসাইট
×