ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফা নিষেধাজ্ঞায় আজ দর্শক কোচ ক্রুইফ

প্রকাশিত: ০৬:২৯, ১৬ জুন ২০১৫

ফিফা নিষেধাজ্ঞায় আজ দর্শক কোচ ক্রুইফ

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না বাংলাদেশের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ। কেননা গত ১১ জুন কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ডাগআউট থেকে বহিষ্কৃত হন তিনি। এরপরই তার বিরুদ্ধে রিপোর্ট যায় ফিফায়। সেখান থেকে জানানো হয় এমন আচরণের কারণে পরের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। তবে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। কিরগিজদের বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে নিজ দলের ফুটবলারদের বাজে খেলা এবং অহেতুক ফাউল দেখে রাগান্বিত হয়ে পড়েন ক্রুইফ। কয়েকবার পানির বোতলে লাথিও মারেন। এরপর তাকে ম্যাচের শেষদিকে সতর্ক করেন সিঙ্গাপুরের রেফারি সুখবীর সিং। কিন্তু আবারও একই আচরণ করেন ক্রুইফ। এমনকি রেফারির সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন। ফলে রেফারি তাকে বের করে দেন ডাগআউট থেকে। আজকের ম্যাচ শেষে ক্রুইফের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাফুফের (চুক্তি জুন পর্যন্ত, তাজিকিস্তানের পর এ মাসের শেষ পর্যন্ত জাতীয় দলের আর কোন ম্যাচ নেই)। তার অর্থ শেষ ম্যাচে দর্শকের ভূমিকায় দেখা যাবে তাকে। নতুন করে তার সঙ্গে চুক্তি নবায়ন হবে কি না, তা নির্ধারিত হবে মঙ্গলবার ম্যাচের পর। এমনটিই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সম্প্রতি ক্রুইফকে খ-কালীন কোচ হিসেবেই দায়িত্ব পালন করতে হচ্ছিল। এভাবেই বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং এএফসি অনুর্ধ ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দায়িত্ব পালন করেন ক্রুইফ। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, লোডভিক ডি ক্রুইফ হচ্ছেন সবদিক থেকেই ব্যতিক্রম একজন কোচ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতিহাসে তিনিই প্রথম বিদেশী কোচ, যিনি দ্বিতীয় দফায় কাজ করার সুযোগ পেয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এ তার অধীনে খেলে রানার্সআপ হয় স্বাগতিক বাংলাদেশ যেখানে বাংলাদেশের সম্ভাবনা-সামর্থ্য ছিল বড়জোর সেমিফাইনাল খেলা, সেখানে ফাইনাল পর্যন্ত যাওয়াটা অনেক বড় সাফল্যই মানছেন ফুটবলবোদ্ধারা। আর এমন সাফল্যের নেপথ্য রূপকার যে ক্রুইফইÑ এ নিয়েও দ্বিমত পোষণ করার কেউ নেই। তবে এএফসি অনুর্ধ ২৩ চ্যাম্পিয়নশিপে চার দলের মধ্যে বাংলাদেশ চতুর্থ হয়।
×