ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলহাজ এনামুল হক বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি

প্রকাশিত: ০৬:০৫, ১৬ জুন ২০১৫

আলহাজ এনামুল হক বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি

বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সভায় শনিবার সর্বসম্মতিক্রমে ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও শিল্পপতি আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএম এনামুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বোর্ড অব গবর্নরসের এই সভার শুরুতে ফাউন্ডেশনের প্রয়াত সভাপতি ও জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর ড. এ. আর. খানের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় আলহাজ এমএম এনামুল হকের সভাপতিত্বে মরহুম ড. এ. আর. খানের জীবন ও কর্ম তুলে ধরেন বক্তারা। -বিজ্ঞপ্তি মিরপুর সেনানিবাসে বিইউপির বার্ষিক সিনেট সভা মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ৭ম বার্ষিক সিনেট সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মোঃ মর্তুজা কামাল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ অর্থবছরের সংশোধিত বাজেট (২১ কোটি ১৫ লাখ টাকা) ও ২০১৫-২০১৬ অর্থবছরের (২২ কোটি টাকা) বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। সভায় বিইউপি-এর ৭ম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৪-জুন ২০১৫) অনুমোদন করা হয়। বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্র-ছাত্রীদের মেধাবৃৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক বিনিময় কর্মসূচীতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহ, সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানসহ সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×