ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদেও ভূমিকম্প!

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ জুন ২০১৫

চাঁদেও ভূমিকম্প!

ইদানিং ভূমিকম্প শব্দটি বেশ উচ্চারিত হচ্ছে। নেপালের ভূমিকম্পের পর থেকে এমনটা হচ্ছে। সেই প্রাণঘাতি ভূমিকম্পে দশ সহস্র্রাধিক মানুষের প্রাণ হারানোর ঘটনায় এ নিয়ে মানুষের মাঝে বেশ আতঙ্ক ছড়িয়েছে। যুগে যুগে ভূমিকম্পের ভয়াল থাবায় কত লক্ষ প্রাণ অকালে ঝরেছে, কত শহর, নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার ইয়ত্তা নেই। ভূ-অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। পৃথিবীতে ভূমিকম্প অনেকটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ভূমিকম্প চাঁদেও হতে পারে, এমনটা শুনলে অবাক না হয়ে পারা যায় না। চাঁদে ভূমিকম্প হলে পৃথিবীর মতো এখানে প্রাণের বসবাস না থাকায় বিপর্যয় না ঘটলেও বিরাট ভৌগোলিক পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি চাঁদে ভারতের পাঠানো মহাকাশ যান চন্দ্রায়ন-১ এর পাঠানো ছবি বিশ্লেষণ করে দেখা গেছে চাঁদের ভূভ্যন্তরেও টেকটনিক প্লেটের উপস্থিতি আছে। এর ফলে উপগ্রহটিতেও প্রায় ছোটখাট ভূকম্পন ঘটে বলেও ধারণা করছেন ভারতীয় বিজ্ঞানীরা। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান স্কুলের দূর পর্যবেক্ষণের বিভাগের অধ্যাপক সুস্মিতা মুখার্জী এবং তার ছাত্র প্রিয়দর্শীনি সিং চন্দ্রায়নের পাঠানো ছবিগুলো পর্যেবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণ থেকেই তারা চাঁদে টেকটনিক প্লেটের নড়াচড়ার প্রমাণ পেয়েছেন। আর এই নড়াচড়া থেকেই ধারণা করা যাচ্ছে, এখানেও পুৃথিবীর মতো মাঝে মাঝে ভূমিকম্প হয়। সূত্র : ইন্টারনেট
×