ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের কাছে জমি বরাদ্দের প্রস্তাব জমা দিলেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৮:০২, ১৫ জুন ২০১৫

ভারতের কাছে জমি  বরাদ্দের প্রস্তাব জমা দিলেন  ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে ৫০ একর জমি বরাদ্দ দেয়ার প্রস্তাব জমা দিয়েছেন বাংলাদেশী ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের কাছে এ প্রস্তাব জমা দেন ব্যবসায়ীরা। এ সময় দুই দেশের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন প্রতিনিধি দল। রফতানিমুখী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি আসলাম সানি। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভারতে ওয়্যারহাউস নির্মাণের জন্য একটি প্রস্তাব ভারতীয় হাইকমিশনারের কাছে জমা দিয়েছি। সম্প্রতি ঢাকা সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমরা ৫০ একর জমি চেয়েছিলাম। আর সেই জমির প্রস্তাবই আজ (রবিবার) দিয়েছি। আমরা চাই তিন মাসের মধ্যে এ প্রস্তাব কার্যকর হোক। তবে বিষয়টি বেশ সময় সাপেক্ষ।
×