ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ম্যাচ শেষে মুশফিক কোহলি যা বললেন-

প্রকাশিত: ০৬:২৫, ১৫ জুন ২০১৫

ম্যাচ শেষে মুশফিক কোহলি যা বললেন-

স্পোর্টস রিপোর্টার ॥ ফতুল্লা টেস্টে বাংলাদেশ দলের কম্বিনেশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শেষদিনেও এক পেসার ও চার স্পিনার নিয়ে দল গঠনের বিষয়টি উঠে আসল। তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম দাবি করলেন টস জিতে আগে ব্যাটিং করতে পারলে এই সমন্বয়টাই বেশি কার্যকর ও স্বার্থক হয়ে উঠত। কারণ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনাররা সুবিধা পেয়েছেন। তবে এক পেসার নিয়ে খেলার কারণে যেসব সুবিধা-অসুবিধা হয়েছে সেটা পরবর্তী যেকোন সিরিজে বিশ্লেষণ করে সেভাবেই একাদশ গঠন করা হবে বলে জানালেন তিনি। মুশফিক মনে করেন বাংলাদেশের বোলিংটা অনেক পিছিয়ে আছে ব্যাটিং বিভাগের চেয়ে। তাই দ্রুত এ বিভাগে উন্নতির বিষয়ে জোর দিলেন তিনি। অপরদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বাংলাদেশকে অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে। ফতুল্লা টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে দু’দলের অধিনায়ক এসব কথা বলেন। উভয় অধিনায়ক অভিষিক্ত লিটন দাসের ব্যাটিং মনোভাবের প্রশংসা করেছেন। অভিষেক ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৪ রানের দারুণ একটি ইতিবাচক ইনিংস খেলেছেন তরুণ লিটন। এ বিষয়ে কোহলি বলেন, ‘লিটন প্রথম টেস্টে নেমেছিলেন। কিন্তু তিনি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছেন। হয় তো তিনি পরবর্তীতে আরও ভাল করতে সক্ষম হবেন।’ এ বিষয়ে মুশফিক বলেন, ‘প্রথম ম্যাচ বলে হয় তো ও কিছুটা স্নায়ুচাপে ছিল। তবু সে যেভাবে খেলেছে একইভাবে ঘরোয়া আসরেও খেলেন। সে কিছুটা আক্রমণাত্মক মেজাজের। আর সাত নম্বরে নেমে টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং করতে হয়। সেক্ষেত্রে এমন মেজাজে ব্যাটিং করা ব্যতীত তেমন কোন উপায় থাকে না একজন ব্যাটসম্যানের। দারুণ ইনিংস খেলেছে ও। আশা করি ভবিষ্যতে আরও বড় ইনিংস খেলতে পারবে।’ মহেন্দ্র সিং ধোনি ছাড়াও অনেক সিনিয়র ক্রিকেটার বর্তমানে ভারতীয় দলে নেই। কোহলি তবু নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তেমন সমস্যায় পড়েননি, কারণ অধিনায়কের চাওয়াটা কারণ অধিনায়কের চাওয়াটা দলের বাকিরা নিজ যোগ্যতা ও সামর্থ্য অনুসারে পূরণ করতে পারলেই আর কোন সমস্যা হয় না। ফতুল্লা টেস্টের অধিকাংশ সময় বৃষ্টির হামলায় নষ্ট হয়েছে। কিন্তু শুরু থেকেই জয়ের চিন্তা নিয়ে নেমেছিল ভারতীয় দল। সেটা হয়নি। সম্প্রতি আইসিসি চিন্তাভাবনা করছে বৃষ্টির কারণে টেস্টেও রিজার্ভ ডে রাখার। এ বিষয়ে কোহলি জানালেন রিজার্ভ ডে কার্যকর হলে সেটা হয় তো তেমন খারাপ হবে না। ফতুল্লা টেস্টে বাংলাদেশ দলের পারফর্মেন্স নিয়ে কোহলি বলেন, ‘তারা ওয়ানডেতে অনেক ভাল দলে পরিণত হয়েছে, কারণ অনেক ম্যাচ খেলে। আমার মনে হয় টেস্ট নিয়মিত বেশি খেললে এখানেও তারা অনেক ভাল দলে পরিণত হবে। তাদের দলে ভাল কিছু স্পিনার আছেন, ভাল কয়েক ব্যাটসম্যান আছেন। এরপরও কেন টেস্টে ভাল করতে পারছে না জানি না।’ মুশফিক দলের বোলিং নিয়ে বেশ অসন্তুষ্ট। যদিও দল ফলোঅনে পড়েছিল তবু তিনি মনে করেন ব্যাটিংয়ের চেয়ে দলের বোলিংটাই বার বার ভোগাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ব্যাটিং কিংবা বোলিং বিভাগে দক্ষতার ক্ষেত্রে অবশ্যই আমাদের পার্থক্য আছে। তাদের বোলাররা অনেক ভাল করে কারণ এক জায়গায় বল ফেলে। ফলে একজন অধিনায়ক পরিকল্পনা করতে পারেন কোন ব্যাটসম্যানকে আউট করার। আমাদের বোলারদের মধ্যে এখানেই ঘাটতি। ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি। দ্রুতই এখানে উন্নতি করা জরুরী। আর একটি দল প্রথম ব্যাট করে ৩-৪ শ’ রান করলে যেকোন দলের জন্যই বড় চাপ হয়ে যায়। যদি আমরা টস জিততাম তাহলে যদি আগে ব্যাট করতে পারতাম দ্বিতীয় বা তৃতীয় দিন পিচের কন্ডিশন ভিন্ন হতে পারত। স্পিন হয়ত আরও সহায়ক হতো, তখন আমাদের চার স্পিনার ওদের ব্যাটসম্যানের ওপর আরও প্রভাব বিস্তার করতে পারত। ভবিষ্যতে আমরা এটা মাথায় রাখব একটা পেসার নিয়ে খেললে আমাদের কী কী সমস্যা হয়। আমরা যেন পরবর্র্তী সময় এটা নিয়ে পরিকল্পনা করতে পারি।’
×