ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডালাসে পুলিশ সদরে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ জুন ২০১৫

ডালাসে পুলিশ সদরে  হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত

প্রায় কয়েক ঘণ্টার রূদ্ধশ্বাস অভিযানে নিহত হয়েছেন এক বন্দুকধারী, যিনি সাঁজোয়া যান নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশ সদরদপ্তরে হামলা করেছিলেন। শনিবার প্রথম প্রহরে স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। খবর ওয়েবসাইটের সফল অভিযানের পর বন্দুকধারীর ব্যবহৃত গাড়ি থেকে বোমা ও বন্দুক উদ্ধার করা হয়েছে। ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তিনি শ্বেতাঙ্গ। কোনো জঙ্গী সংগঠনের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণও এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সাঁজোয়া যান নিয়ে ওই ব্যক্তি প্রথমে ডালাস পুলিশ সদরদপ্তরে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে থাকা অবস্থায় পুলিশেরই একটি পেট্রোলকারকে ধাক্কা দেয়। পুলিশ ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে শহরের দক্ষিণে হুচিনস এলাকায় একটি খাবারের রেস্তরাঁর সামনে গাড়িটিকে ধরতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বন্দুকযুদ্ধে ওই হামলাকারী নিহত হন। পুলিশ প্রথমে গাড়িটিতে একাধিক বন্দুকধারী রয়েছে ধারণা করলেও পরে দেখা যায় ওই ব্যক্তি একাই হামলা করেছিল। পুলিশ কর্মকর্তা ব্রাউন বলেন, ওই হামলায় কেউ হতাহত হয়নি, বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য বেঁচে যায় পুলিশের কয়েকজন সদস্য। আমরা ভাগ্যবান, কারণ পুলিশ সদস্যরা অক্ষত রয়েছেন। পশ্চিমতীরে ফিলিস্তিনীকে হত্যা করেছে ইসরাইলী সেনারা ইসরাইলী সৈন্যরা রবিবার দখলকৃত পশ্চিমতীরের রামাল্লার কাছে সংঘর্ষকালে জীপের ধাক্কায় এক ফিলিস্তিনীকে হত্যা করেছে। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র এ কথা জানায়। খবর এএফপির। সূত্রমতে, কাফর মালিক গ্রামে ইসরাইলী সেনারা অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গাড়ির ধাক্কায় আবদাল্লা ঘানায়েম (২১) নামের এক ফিলিস্তিনীকে হত্যা করা হয়। এক সেনা মুখপাত্র জানান, এক ফিলিস্তিনী আগুনে বোমার মতো কিছু ছোড়ার পর জীপ দিয়ে তাকে চাপা দেয়া হয়। জাতিসংঘের হিসাবমতে, চলতি বছর এ পর্যন্ত ইসরাইলী সৈন্যরা ১১ ফিলিস্তিনীকে হত্যা করেছে। গোপনে সিনেমা দেখতে জাপানের বিজ্ঞানীরা কার্ডবোর্ড দিয়ে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যার মাধ্যমে খুব সহজে গোপনে সিনেমা দেখা যাবে। এতে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড বাক্স এবং একটি ট্যাবলেট অথবা স্মার্টফোন। প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যাধুনিক আবিষ্কার না হলেও ইতোমধ্যেই জাপানের সিনেমাপ্রেমীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। - ওয়েবসাইট পানির ফোঁটায় চলবে কম্পিউটার যুক্তরাস্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত গবেষক মনু প্রকাশ এমন একটি কম্পিউটার তৈরি করেছেন যেটি চলবে পানির ফোঁটায়। একটি চৌম্বকক্ষেত্র তৈরি করে তাতে পানির ফোঁটা দেওয়া হয়। চৌম্বকক্ষেত্রটি ঘুরতে শুরু করলে পানির ফোঁটাগুলোও সমদূরত্বে একই দিকে ঘুরতে থাকে। আর তা থেকে তৈরি শক্তিই একটি কম্পিউটার চালনা করার ক্ষমতা রাখে। ‘কম্পিউটার ক্লক’ তৈরিতে দেখা যায় এই প্রযুক্তি। আধুনিক সিংহভাগ ইলেক্ট্রনিক্স গ্যাজেট এই কম্পিউটার ক্লকের ওপর নির্ভরশীল। এই গবেষণাপত্রটি ‘নেচার ফিজিক্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। -ওয়েবসাইট
×