ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলন্ত গাড়িতেই চাকা বদল!

প্রকাশিত: ০৬:১৬, ১৪ জুন ২০১৫

চলন্ত গাড়িতেই চাকা বদল!

গাড়ি চালাতে চালাতে যে কোন সময় চাকা পাংচার হতেই পারে। এটা অস্বাভাবিক নয়। চাকা পাংচার হলে গাড়ি থামিয়ে চাকা বদলানো হয়, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এমনটা হয়, চাকা পাংচার হওয়ার পর গাড়ি না থামিয়ে চলন্ত গাড়িতেই চাকা বদলানো হয় তবে তা বিশ্বাস করা সত্যিই কঠিন হয়ে পড়ে, তাই না? এমন কা-ই ঘটিয়েছেন সৌদি দুই যুবক। এ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ প্রায় একটু বেশিই করে থাকেন। অনেকে এটাকে তাদের পাগলামি বলে থাকে। কিন্তু এর জন্য তো দরকার হয় কঠোর সাধনা, শ্রম আর নিজের ওপর দৃঢ় বিশ্বাস। এজন্য তারা মাঝে মাঝে মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে অংশ নেন দুর্ধর্ষ সব কসরতে। এমনই এক দুঃসাহসিক কা- করে দেখালেন ওই দুই যুবক। তাঁরা দিনেদুপুরে সবার সামনে চলন্ত গাড়ির চাকা বদলে তাক লাগিয়ে দিলেন বিশ্বকে। এই কাজটি করতে একজন গাড়ির চালকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি গাড়িটিকে দুই চাকার ওপর চালাতে থাকেন এবং অন্যজন উঁচু হয়ে ওঠা চাকাটি খুলে নতুন করে লাগিয়ে দিলেন। আর এই অবিশ্বাস্য কাজটি করতে সময়ও নিলেন মাত্র ২ মিনিট। সামাজিক মিডিয়াতে এ ঘটনা নিয়ে বেশ তোলপাড় চলছে। সূত্র : ইন্টারনেট
×