ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ১৪ জুন ২০১৫

মানিকগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জুন ॥ মানিকগঞ্জ পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের ২শ’ ২২ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ১শ’ ৮৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবন মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ রমজান আলী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন এমপি। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, জজ কোর্টের পিপি আব্দুস ছালাম, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংবাদিক গোলাম ছারোয়ার ছানু। গাইবান্ধায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত ॥ ৬৫ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জুন ॥ গোবিন্দগঞ্জ উপজেলা সদরে শুক্রবার রাতে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে থানাসংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হলেন- গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী কামাল উদ্দিন (৪৮), ম্যানেজার রিপন মিয়া (৩৬) ও কর্মচারী লিটন মিয়া (৩৫)। এদের মধ্যে কর্মচারী লিটনকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্রিতে মতবিনিময় দক্ষিণাঞ্চলে ফসল উৎপাদন বাড়ছে নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ জুন ॥ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে তিনটি জেলায় (পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট) ধানভিত্তিক শস্য পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আধুনিক ধান চাষের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ছে। শনিবার ‘পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের (ব্রি অঙ্গ) প্রথম মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিবেকানন্দ সেবাকেন্দ্র স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘বিবেকানন্দ সেবা ও সাংস্কৃতি কেন্দ্র’ নামক সংগঠনের উদ্বোধন হয়েছে। শুক্রবার রাতে মুন্সীগঞ্জ শহরের সরকারী হরগঙ্গা কলেজের আশুতোষ হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। প্রফেসর সুখেন ব্যানার্জীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, প্রফেসর কল্যাণময় সরকার, ড. অভিজিৎ ভাদুড়ী, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম প্রমুখ। ওয়েবসাইট উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জুন ॥ সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের পরিবার ভিত্তিক তথ্য ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ল্যাপটপে ক্লিক করে মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য ওয়েবসাইট উদ্বোধন করেন। এ উপলক্ষে ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুরজামান রিংকুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, হুইপের একান্ত সচিব আসিব আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল মমিন খান প্রমুখ।
×