ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্দা বাজারে চাঙ্গা মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৪:১১, ১৪ জুন ২০১৫

মন্দা বাজারে চাঙ্গা মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে পুঁজিবাজারে সূচকের পতন হলেও চাঙ্গা ভাব দেখা গেছে মিউচুয়াল ফান্ডগুলোর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে মিউচুয়াল ফান্ড খাত। এদিন এ খাতের নেতৃত্বে ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিককালে বাজারে দর পতনের কারণে মিউচুয়াল ফান্ডের বেশিরভাগেরই দর কমে ফেসভ্যালুর অনেক নিচে নেমে গেছে। এই কোম্পানিগুলোর অর্থবছর জুন মাসে শেষ হবে। আগামীতে ভাল লভ্যাংশ ঘোষণা করতে পারে এমন আশাবাদেই বিনিয়োগকারীরা খাতটির প্রতি ঝুঁকেছে। যার কারণে দীর্ঘদিন পরে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আলাদা আগ্রহ তৈরি হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৫টি মিউচুয়াল ফান্ড টপটেন গেইনারে অবস্থান করছে। ফান্ডগুলো হচ্ছে- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ : স্কিম ১, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড। এই খাতের ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিট দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে অবস্থান করছে। ফান্ডটি সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৭০ পয়সায়। এদিন ফান্ডের ১ লাখ ৬ হাজার ৬৩২ ইউনিট ২৮ বার লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ : স্কিম ১ ফান্ডের দর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। ফান্ডটি সর্বশেষ লেনদেন হয় ৫ টাকা ৫০ পয়সা দরে। এদিন ফান্ডের ৭ লাখ ৬৫ হাজার ৭৫২টি ইউনিট ২২৫ বার লেনদেন হয়।
×