ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাভি এখন আল সাদে

প্রকাশিত: ০৪:৩২, ১৩ জুন ২০১৫

জাভি এখন  আল সাদে

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি স্প্যানিশ ক্লাব বার্সিলোনার সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন জাভি হার্নান্দেজ। লা লীগা ছেড়ে এবার কাতারের ক্লাব আল সাদে যোগ দিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি। মাত্র পাঁচ দিন আগেই কাতালান ক্লাবটির জার্সি পরে ইউরোপ সেরার মুকুট পড়েন তিনি। বার্সা ছাড়ার সময়ও আবেগাপ্লুত ছিলেন বিশ্বফুটবলের সফল এই মিডফিল্ডার। তবে বৃহস্পতিবার কাতারের ক্লাব আল সাদে দেখা গেল অন্য ছবি। নতুন ক্লাবে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত স্পেনের এই তারকা ফুটবলার। নতুন ক্লাব আল সাদে যোগ দেয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আল সাদ ক্লাবের সদস্য হতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি। আশা করছি ক্লাবকে শিরোপা উপহার দিতে সাহায্য করব। শিরোপার সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছি।’ আগামী দুই বছরের জন্য আল সাদের সঙ্গে চুক্তি হয়েছে জাভির। ধারণা করা হচ্ছে এই চুক্তি তিন বছরের জন্যও হতে পারে সাবেক বার্সিলোনার এই স্প্যানিশ মিডফিল্ডারের। জাভির বর্তমান বয়স ৩৫ বছর। সেই ১৯৯৭ সাল থেকে বার্সিলোনায় খেলছেন তিনি। এই সময়ের মধ্যে বার্সা এবং জাভি দুটি নামকে সবাই সমর্থক হিসেবেই মেনে নিয়েছেন। স্প্যানিশ এই কিংবদন্তি ফুটবলারের বার্সার সঙ্গে সম্পর্কের বিচ্ছ্যেদটাও ঘটল দারুণভাবে। ক্যারিয়ারের শেষ মৌসুমে বার্সার হয়ে ত্রিমুকুট জিতে যেন ষোলকলা পূর্ণ করেই বিদায় নিয়েছেন তিনি। জাভি হয়তো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা নেইমারের মত প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করেনি। কিন্তু তারপরও ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে তার পাসিং ফুটবলের জন্য। শুধু মাঠের পারফরমেন্সই নয় জাভি তার অমায়িক চারিত্রিক বৈশিষ্টের জন্যও সকলের কাছে জনপ্রিয় এবং আদর্শবান খেলোয়াড়।
×