ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাকিবুল ও নাফিসার স্বর্ণ জয়

প্রকাশিত: ০৪:৩১, ১৩ জুন ২০১৫

রাকিবুল ও নাফিসার স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কোরিয়া এ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ।’ উদ্বোধনী দিনে পুরুষ জুনিয়র ৪৫-৫৫ কেজি ওজন শ্রেণীতে বিকেএসপির রাকিবুল ইসলাম সিফাত স্বর্ণ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের শাকিল আহমেদ রৌপ্য, মিরপুর ইনডোরের তানভীর ও বিএন কলেজের রাকিব রায়হান তাম্র; মেয়েদের জুনিয়র ৪৫-৫৫ কেজি ওজন শ্রেণীতে ধানম-ি ক্লাবের নাফিসা মালিয়াত স্বর্ণ, বান্দরবানের বুসরা রৌপ্য, আদমজী কলেজের জান্নাতুল আক্তার ও শাহীন কলেজের শারমীন সুলতানা তাম্রপদক লাভ করেন। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সংস্থা, জেলা ও সার্ভিসেস দল থেকে ছেলে ও মেয়ে মিলে ৩৫০ খেলোয়াড় অংশগ্রহণ করছে। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং। বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল হোসনে আরা, তারকা ফুটবলার কায়সার হামিদ। আরও উপস্থিত ছিলেন তায়কোয়ানদো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল।
×