ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘লেখো গল্প হও নাট্যকার’ সিজন-৪

প্রকাশিত: ০৪:২৯, ১৩ জুন ২০১৫

‘লেখো গল্প হও নাট্যকার’ সিজন-৪

চতুর্থবারের মতো শুরু হয়েছে ফেয়ার এ্যান্ড লাভলী তোমার গল্পে সবার ঈদ, লেখো গল্প, হও নাট্যকার প্রতিযোগিতা। ইতোমধ্যে এই আয়োজন তরুণ গল্পকার তৈরির অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের আয়োজনেও নির্বাচিত সেরা ৫ গল্পকারের ৫টি গল্প থেকে তৈরি করা হবে ৫টি ঈদের নাটক। যা প্রচার হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। নাটক নির্মাণ করবেন দেশের ৫ জনপ্রিয় নির্মাতা। শ্রেষ্ঠ ৫ গল্পকারের প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাবেন ৫০ হাজার টাকা। ১০০০ শব্দের মধ্যে টেলিভিশন নাটক বানানোর উপযোগী সাফল্যের গল্প পাঠাতে হবে। গল্প পাঠানোর শেষ সময় আগামী ১৭ জুন। বরাবরের মতো গল্প নির্বাচন প্রক্রিয়ায় প্রধান বিচারক হিসেবে থাকছেন দেশের খ্যাতিমান তিন সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। -বিজ্ঞপ্তি
×