ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া তিন ডেন্টাল চিকিৎসক আটক

প্রকাশিত: ০৪:২৭, ১৩ জুন ২০১৫

ভুয়া তিন ডেন্টাল চিকিৎসক আটক

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক ভুয়া চিকিৎসক ধরা পড়ছে। এবার ধরা পড়েছে ভুয়া তিন ডেন্টাল চিকিৎসক। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের একজন মাধ্যমিক পাস। আরেকজনের শিক্ষাগত যোগ্যতা কামিল দ্বিতীয় বর্ষ পর্যন্ত। আর একজনের শিক্ষাগত কোন সনদই নেই। তবুও তারা চিকিৎসক। রাজধানী ঢাকায় বসে দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। আটক তিনজন হলেন মোঃ আক্তার হোসেন (৩৮), মোঃ আবদুল আওয়াল (২৪) ও জিএম ওয়াহিদ (৭০)। আক্তার ও ওয়াহিদকে কাওরানবাজার থেকে এবং আবদুল আওয়ালকে পূর্ব তেজতুরী বাজারে নিজেদের চেম্বার থেকে আটক করা হয়। সনদ ছাড়া চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করায় আক্তার হোসেনকে দুই বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানা, আবদুল আওয়ালকে এক বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানা এবং জিএম ওয়াহিদকে এক লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, তিন ‘চিকিৎসকের’ মধ্যে আক্তার হোসেন মাধ্যমিক পাস। অথচ তার ভিজিটিং কার্ডে ডিডিটিবিকেপিএল ডিগ্রী উল্লেখ করা ছিল।
×