ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সার চিকিৎসায় সহায়তা দেবে মার্কিন হাসপাতাল

প্রকাশিত: ০৪:২৭, ১৩ জুন ২০১৫

ক্যান্সার চিকিৎসায় সহায়তা দেবে মার্কিন হাসপাতাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ক্যান্সার রোগের চিকিৎসায় কারিগরি ও জ্ঞানভিত্তিকসহ প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আশ্বাস প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে বৃহস্পতিবার বোস্টনে আয়োজিত এক আলোচনায় এ আশ্বাস প্রদান করা হয়। এই হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। বাংলাদেশে প্রথম ‘বোনমেরো ট্রান্সপ্লানটেশন ইউনিট’ স্থাপনে কারিগরি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। শুক্রবার পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আপনারা ইতোমধ্যে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। আপনাদের কারিগরি ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় প্রথম বোনমেরো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। দেশের চিকিৎসাসেবার অব্যাহত উন্নয়নে এটি নতুন মাত্রা এনে দিয়েছে। অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য আর দেশের বাইরে ছুটতে হয় না। বাংলাদেশেই স্থায়ীভাবে শুরু হয়েছে বোনমেরো প্রতিস্থাপন কার্যক্রম। এই সেন্টারে চিকিৎসা মিলছে বিদেশের তুলনায় অনেক কম খরচে। বাংলাদেশে বিভিন্ন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এতে আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা ও চিকিৎসা খরচ মেটাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাংলাদেশে দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরিতেও সহযোগিতা প্রদানের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর এক্ষেত্রেও সহযোগিতা দিতে স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
×