ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বোমা হামলার পরিকল্পনায় পাকি দুই ভাইয়ের জেল

প্রকাশিত: ০৪:১৮, ১৩ জুন ২০১৫

নিউইয়র্কে বোমা হামলার পরিকল্পনায় পাকি দুই ভাইয়ের জেল

পাকিস্তানী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক দুই ভাইকে নিউইয়র্কে বোমা হামলার পরিকল্পনার জন্য এবং আটকাবস্থায় ২ কেন্দ্রীয় কর্মকর্তাকে নাজেহাল করার অভিযোগে ফ্লোরিডায় দীর্ঘমেয়াদী কারাদ- দেয়া হয়েছে। খবর এএফপির। রইস কাজী (২২) ও শাহরিয়ার কাজীকে (৩২) যথাক্রমে ৩৫ বছর ও ২০ বছর কারাদ- প্রদান করেন বিচারক বেথ ব্লুম। নিউইয়র্কে বোমা বর্ষণের পরিকল্পনার জন্য গত মার্চে মিয়ামিতে তাদের অভিযোগ প্রমাণিত হয়। তাদের পরিকল্পনার বাস্তবায়ন না হলেও, পুলিশ বলেছে, তারা ফ্লোরিডায় তাদের এ্যাপার্টমেন্টে এমন উপাদান পেয়েছে যা একটি বোমা তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ২০১৪-এ আদালতে নিয়ে যাওয়ার সময় ২ কেন্দ্রীয় কর্মকর্তার ওপর হামলা চালানোর অভিযোগও প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে। রইস নিউইয়র্কে হামলা চালাতে চেয়েছিল বলে স্বীকার করেছে। বায়িস তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় আফগানিস্তান যেতে চেয়েছিল এবং এরপর আল কায়েদার ইয়েমেনি শাখার সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাতে চেয়েছিল বলে স্বীকার করে।
×